দুরপাল্লার ট্রেনের বিপত্তি কিছুতেই কাটছে না। তার জেরে যাত্রী দুর্ভোগও অব্যাহত। এই পরিস্থিতিতে আবার এক্সপ্রেস ট্রেনে বিপত্তি দেখা দিল। এবার আপ হাওড়া ভোপাল এক্সপ্রেসের বগির নিচ থেকে ধোঁয়া বের হতে দেখা গেল। এরকম একটা এক্সপ্রেসে হঠাৎ ধোঁয়া বের হতে থাকায় আলোড়ন পড়ে যায়। ট্রেন ছাড়ার আগে তা পরীক্ষা করা হয়নি? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। যাত্রী স্বাচ্ছন্দ্য থেকে নিরাপত্তা নিয়ে রেলের ভূমিকা এখন প্রশ্নচিহ্নের মুখে। হাওড়া–বর্ধমান কর্ড লাইনের ধনিয়াখালি হল্ট স্টেশনে ধোঁয়া বের হওয়ার জন্য দাঁড়িয়ে যায় ট্রেনটি। গাড়ির চালক–সহ রেল কর্মীরা এসে অগ্নিনির্বাপন যন্ত্রের সাহায্য পরিস্থিতি স্বাভাবিক করে তোলেন।
এদিকে রেল সূত্রে খবর, এই ঘটনার জেরে শোরগোল পড়ে গিয়েছে। কারণ প্রায় ১০ মিনিট আপ হাওড়া ভোপাল এক্সপ্রেস ধনিয়াখালি হল্ট স্টেশনে দাঁড়িয়ে ছিল। এতেই আতঙ্কের বাতাবরণ তৈরি হয়। যদিও পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে পুনরায় ছাড়ে ট্রেন এবং বর্ধমানের দিকে রওনা দেয়। ট্রেনের যাত্রীরা আতঙ্কে জানান, জানালার ধারে বসে থাকাকালীন হঠাৎই দেখি বগির নিচ থেকে ধোঁয়া বের হচ্ছে। তারপর কিছু বোঝার আগেই ট্রেন দাঁড়িয়ে যায়। এটাই আতঙ্ক ছড়িয়ে পড়ার মূল কারণ। পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক কৌশিক মিত্র অবশ্য জানান, ব্রেক ব্রাইডিং থেকে সামান্য ধোঁয়া বের হয়। বিষয়টার সমাধান হয়ে গিয়েছে।
অন্যদিকে এই ঘটনা ট্রেনে প্রায়ই ঘটছে বলে অভিযোগ। এমনকী মেট্রোতেও এমন ঘটনার সাক্ষী থেকেছে মানুষজন বারবার। এবার সেটাই শুরু হয়েছে দূরপাল্লার ট্রেনে। এক্সপ্রেস ট্রেনের বগির নিচ থেকে ধোঁয়া বের হওয়া নতুন নয়। দু’দিন আগেই গত ৩ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা ঘটে রাধিকাপুর হাওড়া কুলিক এক্সপ্রেসে। তাতেও ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। মালদার খালতিপুর এবং চামাগ্রাম স্টেশনের মাঝে জেনারেল কামরার বগি থেকে ধোঁয়া বের হতে দেখা গিয়েছিল। যদিও পরে ট্রেনটিকে নিয়ে আসা হয় নিউ ফরাক্কা স্টেশনে। তারপর রেলের অফিসাররা সমস্যা মেটানোর চেষ্টা করেন। ট্রেনটি রাধিকাপুর থেকে সরাসরি হাওড়া আসছিল। যাত্রার মাঝেই বিপত্তি ঘটে। বগির চাকায় আগুনের ফুলকি। আর তা থেকে ধোঁয়া।
আরও পড়ুন: অভিষেক বন্দ্যোপাধ্যায় অসুস্থ! নয়াদিল্লি থেকে কি ফিরেছেন? সাংসদের মন্তব্যে আলোড়ন
এছাড়া আগে আপ শালিমার পুরী এক্সপ্রেসেও এমন ঘটনা ঘটে। ট্রেনটি যখন ১৭ নম্বর রেল ব্রিজ দিকে যাচ্ছিল তখনই ধোঁয়া বের হতে দেখেন যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির জেরেই ধোঁয়া বের হতে থাকে। চাকার ব্রেকের ঘর্ষণের জেরেই এই বিপত্তি। এক্সপ্রেস ট্রেনগুলিতে বারবার এই বিপত্তি ঘটায় যাত্রী সুরক্ষা নিয়ে প্রশ্ন তুলেছেন যাত্রীরা। গত কয়েক মাসে এমন ঘটনা বহুবার দূরপাল্লার ট্রেনে ঘটেছে। রেলের পক্ষ থেকে এই ঘটনার নেপথ্যে কোনও গাফিলতি আছে কিনা, সেটা দেখা হচ্ছে। রেলের পরিভাষায় ব্রেক বাইন্ডিং হয়েছিল বলেই এই ঘটনা বারবার ঘটছে। রেল বিষয়টির সমাধানের ব্যাপারে নজর দিয়েছে।