কলকাতা–সহ নানা এলাকাতে টাকা উদ্ধারের ঘটনা ঘটেই চলেছে। দু’দিন আগে খাস কলকাতার পার্ক স্ট্রীট থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ টাকা। এই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার হাওড়া স্টেশনে উদ্ধার হল বিপুল পরিমাণ নগদ টাকা। সেটা উদ্ধার করল পুলিশ। তবে এই টাকা–সহ এক ব্যক্তিকে আটক করা হয়েছে। এবার হাওড়া স্টেশন থেকে উদ্ধার হল নগদ প্রায় ৪০ লাখ টাকা। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
ঠিক কী ঘটেছে হাওড়া স্টেশনে? আরপিএফ সূত্রে খবর, ডাউন পাটনা–হাওড়া জনশতাব্দী এক্সপ্রেসের এক যাত্রীর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে ৪০ লক্ষ টাকা। হাওড়া স্টেশনের ১১ নম্বর প্ল্যাটফর্মে রুটিন তল্লাশি চালানোর সময় এক যাত্রীর ব্যাগ থেকে ওই নগদ টাকা উদ্ধার হয়। এমনকী ওই টাকার কোনও বৈধ কাগজপত্র যাত্রীর কাছে না থাকায় তাঁকে আটক করা হয়। তারপর এই টাকা নিয়ে কোথায় যাচ্ছিলেন? তা নিয়ে জেরা করলেও কোনও সদুত্তর দিতে পারেননি ওই যাত্রী। আগেও হাওড়া স্টেশনে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার হয়েছে। আবার একবার একই ঘটনা ঘটল। বুধবার হাওড়া স্টেশনে এক যাত্রীর ব্যাগে তল্লাশি চালিয়ে নগদে প্রায় ৪০ লক্ষ টাকা উদ্ধার করেছে আরপিএফ।
কোথা থেকে এই ব্যক্তি আসছিলেন? এই টাকার ব্যাপারে কোনও সদুত্তর না মেলায় আটক করা হয় ওই যাত্রীকে। আটক যাত্রীর নাম নীরজ কুমার (৪২)। তিনি বিহারের খাজেমকালা চক পাটনার বাসিন্দা। তাকে জেরা করার সময় কথাবার্তায় বিস্তর অসঙ্গতি পাওয়া যায় বলে সূত্রের খবর। তখনই ওই টাকা বাজেয়াপ্ত করে যাত্রীকে আয়কর দফতরের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনার তদন্ত শুরু হয়েছে।
আর কী জানা যাচ্ছে? পার্ক স্ট্রীট, গড়িয়াহাট, বালিগঞ্জ, বড়বাজার এবং এবার হাওড়া স্টেশন। এত বিপুল পরিমাণ টাকা আসছে কোথা থেকে? এই প্রশ্ন উঠতে শুরু করেছে। আরপিএফ সূত্রে খবর, নীরজের কাছ থেকে ওই বিপুল পরিমাণ টাকার কোনও বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। কী উদ্দেশ্যে কোথায় নিয়ে যাচ্ছিলেন এত টাকা? কোথা থেকে এল এত টাকা? কোথায় বা নিয়ে যাওয়া হচ্ছিল? এখন সবটাই খতিয়ে দেখা হচ্ছে।
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup