বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মঙ্গলকোটের পর কালনা, ফের চপার দিয়ে স্ত্রীর হাত কাটার চেষ্টা স্বামীর

মঙ্গলকোটের পর কালনা, ফের চপার দিয়ে স্ত্রীর হাত কাটার চেষ্টা স্বামীর

আহত অরূপাদেবী। ছবি - গুগল

শনিবার বোনের ছেলের সঙ্গে তাঁর মেয়েকে পুজোর পোশাক কিনতে বাজারে পাঠান অরূপাদেবী। তখনই মেয়ের সঙ্গে দেখা হয় বাবার। অভিযোগ, কেন শ্যালিকার ছেলের সঙ্গে স্ত্রী তাঁর মেয়েকে পোশাক কিনতে পাঠিয়েছে, এই অভিযোগে ছেলেটিকে ব্যাপক মারধর করেন তিনি।

ফের পূর্ব বর্ধমানের স্বামীর রোষ গিয়ে পড়ল স্ত্রীর হাতে। স্ত্রীর হাতে চপার দিয়ে কোপ মারার অভিযোগে গ্রেফতার হলেন স্বামী। শনিবার রাতে এই ঘটনা ঘটে কালনার কাটিগঙ্গা এলাকায়। ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

গত জুন মাসে স্ত্রী রেণু খাতুনের হাত কেটে নেওয়ার অভিযোগ উঠেছিল মঙ্গলকোটের বাসিন্দা শের মহম্মদের বিরুদ্ধে। এবার প্রায় একই রকম ঘটনা ঘটল কালনায়। অভিযুক্তের নাম বিশ্ব দাস। আক্রান্ত্র স্ত্রী অরূপা হালদার। বিশ্ব দাসের বাড়ি কাকদ্বীপে। দম্পতির একটি মেয়ে রয়েছে। অভিযোগ, বিয়ের পর থেকেই স্ত্রীর ওপর অত্যাচার চালাতেন বিশ্ব দাস। যার জেরে কালনায় বাপের বাড়ির কাছে মেয়েকে নিয়ে ঘর ভাড়া নিয়ে থাকতে শুরু করেন অরূপা দেবী। সেখানে এসে থাকতে শুরু করেন বিশ্ব দাস।

শনিবার বোনের ছেলের সঙ্গে তাঁর মেয়েকে পুজোর পোশাক কিনতে বাজারে পাঠান অরূপাদেবী। তখনই মেয়ের সঙ্গে দেখা হয় বাবার। অভিযোগ, কেন শ্যালিকার ছেলের সঙ্গে স্ত্রী তাঁর মেয়েকে পোশাক কিনতে পাঠিয়েছে, এই অভিযোগে ছেলেটিকে ব্যাপক মারধর করেন তিনি। এর পর মেয়ে বাড়িতে গিয়ে মাকে সব কথা জানায়। তখন কেন তিনি বোনের ছেলেকে মারধর করেছেন তা স্বামীর কাছে জানতে চান অরূপাদেবী। এই নিয়ে স্বামী - স্ত্রীর মধ্যে বিবাদ বাঁধে। অভিযোগ, তখনই বাড়িতে থাকা চপার নিয়ে অরূপাদেবীর বাঁ হাতে কোপ মারেন তাঁর স্বামী। চপারের কোপ পড়ে তাঁর আঙুলের ওপর। রক্তাক্ত অবস্থায় আর্তনাদ করে ওঠেন বধূ। তখন প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে কালনা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা জানিয়েছেন, আঙুল বাদ না গেলেও আঘাত গুরুতর।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কালনা থানার পুলিশ। অভিযুক্তকে গ্রেফতার করেন তাঁরা। পরিবারের অভিযোগ, এর আগেও মারামারির অভিযোগ উঠেছে এই ব্যক্তির বিরুদ্ধে।

 

বন্ধ করুন