বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > স্বাস্থ্যসাথীর জন্য জমা নথিতে ভুয়ো অ্য়াকাউন্ট! গরু পাচার মামলায় বিস্ফোরক CBI

স্বাস্থ্যসাথীর জন্য জমা নথিতে ভুয়ো অ্য়াকাউন্ট! গরু পাচার মামলায় বিস্ফোরক CBI

অনুব্রত মণ্ডল। (ANI Photo) (Shyamal Maitra)

সূত্রের খবর, এর আগে ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। সেগুলি সিউড়ি সমবায় ব্যাঙ্কের। মাত্র দুদিনের মধ্যে অ্যাকাউন্টের কাগজপত্র সই করেছিলেন ম্যানেজার। এমনটাও দাবি করা হয়েছে।

গরু পাচার মামলায় এবার নয়া মোড়। এবার সেই মামলায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি নিয়ে বিস্ফোরক দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের। সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে, স্বাস্থ্য সাথী প্রকল্পের জন্য জমা দেওয়া আধার কার্ড ব্যবহার করে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল। ১১৫টি ভুয়ো অ্য়াকাউন্টের তথ্য আসানসোল বিশেষ আদালতে জমা দিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই।

এদিকে এই গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত অনুব্রত মণ্ডল আজও জেলের অন্দরে। শুক্রবার তাকে বিশেষ সিবিআই আদালতে তোলা হয়েছিল। আগামী ১৭ ফেব্রুয়ারি তাকে ফের আদালতে আনার নির্দেশ দেওয়া হয়েছে। সংশোধনাগারে গিয়ে তাঁকে জেরা করার ব্যাপারেও আদালত সিবিআইকে অনুমতি দিয়েছে।

তবে এভাবে স্বাস্থ্য সাথী কার্ডের জন্য জমা দেওয়া নথি ব্যবহার করে কীভাবে ব্যাঙ্ক অ্য়াকাউন্ট খোলা হয়েছিল তা নিয়ে প্রশ্নটা থেকেই গিয়েছে। এর পেছনে তবে কি কোনও প্রভাবশালীর হাত ছিল? সেই প্রশ্নটাই এবার বড় করে উঠেছে।

এদিকে তৃণমূলের জেলা নেতৃত্ব বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেছেন। বিচারাধীন বিষয় নিয়ে তাঁরা কিছু বলতে রাজি নন। গোটা ঘটনায় তীব্র কটাক্ষ করেছেন বিজেপি নেতৃত্ব।

এদিকে কীভাবে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছিল তার ব্যাখ্যা চেয়েছেন বিচারপতি। সিবিআইয়ের দাবি, স্বাস্থ্য সাথী কার্ড তৈরির জন্য বিভিন্ন পঞ্চায়েতে নথিপত্র জমা দেওয়া হত। আধার কার্ড সংক্রান্ত নথি জমা দেওয়া হত। আর নথি দিয়েই তৈরি হত ভুয়ো অ্যাকাউন্ট। এখানেই প্রশ্ন, প্রভাবশালীর নির্দেশ ছাড়া কি এই নথি পঞ্চায়েত থেকে বের করা সম্ভব?

এদিকে সিউড়ির একাধিক বাসিন্দার দাবি, তারা ওই অ্য়াকাউন্টের ব্যাপারে কিছুই জানেন না। এমনকী তাদের যা অবস্থা তাতে এতটাকা লেনদেন হওয়াও সম্ভব নয়। দুয়ারে সরকার ক্যাম্পেও তারা নথি জমা দিয়েছিলেন। সেখান থেকেও কিছু হয়ে থাকতে পারে। এমনটা সিবিআইয়ের তরফে দাবি করা হয়েছে। বাসিন্দাদের সঙ্গে কথা বলেই এই তথ্য পেয়েছে সিবিআই। সেই সঙ্গেই জানা গিয়েছে ভোলেবোম চালকলের অ্যাকাউন্ট সংক্রান্ত লেনদেন নিয়েও নানা বিস্ফোরক তথ্য় ক্রমেই সামনে আসছে।

সূত্রের খবর, এর আগে ৩৩০টি ভুয়ো অ্যাকাউন্টের তথ্য আদালতে জমা দিয়েছিল সিবিআই। সেগুলি সিউড়ি সমবায় ব্যাঙ্কের। মাত্র দুদিনের মধ্যে অ্যাকাউন্টের কাগজপত্র সই করেছিলেন ম্যানেজার। এমনটাও দাবি করা হয়েছে। সিবিআইয়ের দাবি চাপের মুখে পড়ে মাত্র দুদিনে এই সই করতে ম্যানেজার বাধ্য হয়েছিলেন। এমনটাই নাকি তিনি জানিয়েছেন সিবিআইকে।

 

বাংলার মুখ খবর

Latest News

চাঁদা তুলে খেলতে আসা ৩ লাখ মানুষের দেশ T20I-তে হারিয়ে দিল টেস্ট খেলিয়ে দেশকে রাজনৈতিক অভিসন্ধিতেই কি কলকাতায় আসে রাজারাম?‌ উত্তরে অনীহা ধৃত জঙ্গির ‘দিল চাহতা হ্যায়’এর প্রস্তাব ফিরিয়েছি, কারণ সে সময় আমি শুধুই মা হতে চেয়েছিলাম' 'যারা ভোট লুঠ করতে চাইছে, তাদের জন্য এবার…' সুপ্রিম রায় নিয়ে উচ্ছসিত মোদী স্নান করে শুধু মুখে জল খেতে নেই, এমনই বলেন অনেকে! কেন জানেন, কী বলছে বিজ্ঞান ভোট দিয়ে বাড়িতে যেতেই মৃত্যু ৯১ বছরের বৃদ্ধার, মর্মান্তিক ঘটনা কর্ণাটকে স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস ব্রালেট কাটিং ব্লেজার পরে বোল্ড লুকে ভূমি, এই পোশাকের দাম জানলে চমকে উঠবেন ৪৪ বছরের রেকর্ড তাপমাত্রা, কর্মীদের স্বার্থে একগুচ্ছ সিদ্ধান্ত কলকাতা পুরসভার ইভিএম নিয়ে দুটি বিরাট নির্দেশ দিল সুপ্রিম কোর্ট, ভোট দেওয়ার আগে জেনে নিন

Latest IPL News

স্লো উইকেটে ২০৭ করতে পারে না, আবার টার্গেট ৩০০, হেডের সমালোচনায় হার্শেল গিবস মাত্র ৮ ম্যাচেই ১০০ ছক্কা, রেকর্ড বুকে নাম উঠল সানরাইজার্স হায়দরাবাদের সামাদ আউট হতেই মুখ বেঁকিয়ে অঙ্গভঙ্গি, নেটপাড়ায় ভাইরাল কাব্য মারানের প্রতিক্রিয়া SRH-কে হারানোর পর, RCB-র প্লে-অফে ওঠার ক্ষীণ আলো দেখা গিয়েছে, তবে অঙ্কটা জটিল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.