কলকাতা হাইকোর্টে জামিন পাওয়ার পরদিন জেল থেকে ছাড়া পেলেন আসানসোলের বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। মঙ্গলবার তাঁকে প্রেসিডেন্সি জেল থেকে আসানসোল সিজেএম আদালতে নিয়ে যাওয়া হয়। জিতেন্দ্র তিওয়ারির গাড়ি আগাদলতে পৌঁছতেই স্লোগান তোলেন তাঁর সমর্থকরা। মুক্তি পেয়ে প্রথম প্রতিক্রিয়ায় জিতেন্দ্র বলেন, ফাঁকা মাঠে গোল দিতে দেব না।
আসানসোলে ধর্মীয় উৎসবে পদপিষ্ট হওয়ার ঘটনায় গত ১৮ মার্চ উত্তর প্রদেশের নয়েডা থেকে জিতেন্দ্র তিওয়ারিকে গ্রেফতার করে আসানসোল কমিশনারেটের পুলিশ। পরদিন সুপ্রিম কোর্টে তাঁর আগাম জামিনের শুনানি ছিল। গ্রেফতারির পর জিতেন্দ্রকে কলকাতায় নিয়ে আসে পুলিশ। এর পর তাঁর ঠাঁই হয় প্রেসিডেন্সি জেলে। সোমবার গ্রেফতারির ২৪ দিন পর জিতেন্দ্র তিওয়ারিকে ৫০ হাজার টাকার ব্যক্তিগত বন্ডে জামিন দেয় কলকাতা হাইকোর্ট। তবে শর্ত আরোপ করে আদালত জানায়, আসানসোল থানা এলাকায় ঢুকতে পারবেন না তিনি।
এদিন প্রেসিডেন্সি জেল থেকে জিতেন্দ্রকে জামিনের আইনি প্রক্রিয়া শেষ করতে আসানসোল নিয়ে যায় পুলিশ। জিতেন্দ্রর গাড়ি আসানসোল আদালতে পৌঁছতেই তাঁর সমর্থনে স্লোগান তোলেন সমর্থকরা। জামিনে মুক্ত হয়ে প্রথম প্রতিক্রিয়ায় জিতেন্দ্র তিওয়ারি বলেন, ‘কোর্টের নির্দেশ হয়তো আমাকে এখন আসানসোলের বাইরে যেতে হচ্ছে। কিন্তু কোর্টের নির্দেশেই আবার ফিরে আসব। আমাকে কেন গ্রেফতার করা হয়েছে বাচ্চারাও জানে। ফাঁকা মাঠে গোল দিতে দেব না। ভাবছে, আমি থাকলে ওদের খুূব অসুবিধা। তাই কোর্টকে বলে এই ধরনের অর্ডার এনেছে। আমার দৃঢ় বিশ্বাস, আগামী দিনে কোর্ট অনুমতি দেবে, আসানসোলে আসব। লোকসভা নির্বাচনে ৩ লক্ষ ভোটে জিতে থাকলে এত ভয় কেন’?