বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > নতুন বছরে BJP-কে ঝেঁটিয়ে বাংলাদেশে পাঠাব: জ্যোতিপ্রিয় মল্লিক

নতুন বছরে BJP-কে ঝেঁটিয়ে বাংলাদেশে পাঠাব: জ্যোতিপ্রিয় মল্লিক

জ্যোতিপ্রিয় মল্লিক। (ফাইল ছবি, সৌজন্য ফেসবুক)

পালটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উনি বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাদের নিয়ে এসেছেন, তাদের দিয়ে যেগুলো করাবেন ভেবেছেন, আমরা তাদের ঝেঁটিয়ে বাংলাদেশে পাঠাব।

এবার বিজেপিকে পালটা ডেডলাইন দিলেন রাজ্যের বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক ওরফে বালু। শনিবার এক সভায় তাঁকে বলতে শোনা যায়, ৩১ ডিসেম্বরের পর বিজেপিকে ঝেঁটিয়ে বাংলাদেশে পাঠাব। পালটা, মন্ত্রীকে মন্ত্রিত্ব রক্ষার পরামর্শ বিজেপির।

শনিবার এক দলীয় সভায় জ্যোতিপ্রিয় মল্লিককে বলতে শোনা যায়, ‘এরা ডিসেম্বরের ৩১ তারিখের পর থাকে কি না দেখব। এরা আবার হুমকি দিচ্ছে, ডিসেম্বর লাস্ট ডেট, জানুয়ারি লাস্ট ডেট, ফেব্রুয়ারি লাস্ট ডেট। এই বছর শেষ হলে ঝেঁটিয়ে বিদায় করব। এমন ঝেঁটিয়ে বিদায় করব যে পাশেই বাংলাদেশ, ওখানে চলে যাবে’।

পালটা বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘উনি বাংলাদেশ থেকে যে রোহিঙ্গাদের নিয়ে এসেছেন, তাদের দিয়ে যেগুলো করাবেন ভেবেছেন, আমরা তাদের ঝেঁটিয়ে বাংলাদেশে পাঠাব। ওনাকে যে মালাইদার মন্ত্রিত্ব থেকে সরিয়ে বনে পাঠিয়ে দিল সেব্যাপারে চিন্তা ভাবনা করতে বলুন’।

রাজ্য রাজনীতির এখন সব থেকে বড় চর্চার বিষয় ডিসেম্বর ডেডলাইন। গত কয়েকমাস ধরে ডিসেম্বরে রাজ্য রাজনীতিতে বড় তোলপাড় হবে বলে দাবি করে আসছেন বিজেপির শীর্ষনেতারা। কেউ বলেছেন, সরকার নিষ্ক্রিয় হয়ে যাবে। কারও দাবি, বড় বিস্ফোরণ হবে। কেউ আবার বলছেন, বড় চোর ধরা পড়বে। আর ডিসেম্বর পড়তেই পালটা হুমকি দিতে শুরু করেছেন তৃণমূল নেতারাও। শনিবার তিনি বলেন, ডিসেম্বরে অল্প করে দরজাটা খুলে দেব। দলটাই উঠে যাবে।

 

বন্ধ করুন