বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌রাজনৈতিক গুরুকে প্রণাম জানাই’‌, শিশিরের শব্দ শোনা যেতেই কাঁথির পুরপ্রধানকে শোকজ তৃণমূলের

‘‌রাজনৈতিক গুরুকে প্রণাম জানাই’‌, শিশিরের শব্দ শোনা যেতেই কাঁথির পুরপ্রধানকে শোকজ তৃণমূলের

শিশির অধিকারী। ফাইল ছবি

তারপর বক্তব‌্য রাখতে গিয়ে কাঁথির সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবাকে রাজনৈতিক গুরু বলে আখ্যা দেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব সম্পর্ক ছিন্ন হয়েছে৷ যদিও খাতায়–কলমে শিশির এবং দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ।

শিশির অধিকারী তৃণমূল কংগ্রেসের সাংসদ খাতায়–কলমে হলেও এখন তিনি প্রকাশ্যে বিজেপির সঙ্গে যুক্ত। সেটা নানা রাজনৈতিক সভায়, বক্তব্যে প্রকাশিত হয়েছে। অথচ একই অনুষ্ঠানে শিশির অধিকারীর সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন কাঁথি পুরসভার চেয়ারম্যান সুবল মান্না। সেখানে কাঁথির সাংসদকে নিজের রাজনৈতিক গুরু বলে প্রণাম করতে দেখা যায় সুবলবাবুকে। আর তাই কাঁথি পুরসভার চেয়ারম্যানকে শোকজ করল তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডা আজ, শুক্রবার এই কথা জানিয়েছেন। শুক্রবার রাতে রাজ্য নেতৃত্বের পক্ষ থেকে শোকজ নোটিশ পাঠানো হয়েছে সুবল মান্নাকে।

এদিকে কাঁথি ১ ব্লকের সাবাজপুট এলাকায় বেসরকারি স্কুলের বার্ষিক অনুষ্ঠানে ছিলেন কাঁথির সাংসদ শিশির অধিকারী ও পুরপ্রধান সুবল মান্না। দু’‌জনকে পাশাপাশি বসতে দেওয়া হয়। প্রদীপ জ্বালানোর সময় শিশির অধিকারী ডেকে নেন সুবল মান্নাকে। আর শিশিরবাবু বক্তব্য শেষ করতেই পুরপ্রধান সাংসদকে প্রণাম করেন। তারপর বক্তব‌্য রাখতে গিয়ে কাঁথির সাংসদ তথা শুভেন্দু অধিকারীর বাবাকে রাজনৈতিক গুরু বলে আখ্যা দেন। শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দিতেই অধিকারী পরিবারের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সব সম্পর্ক ছিন্ন হয়েছে৷ যদিও খাতায়–কলমে শিশির এবং দিব্যেন্দু অধিকারী এখনও তৃণমূল কংগ্রেসের সাংসদ।

অন্যদিকে শিশির অধিকারের সঙ্গে কাঁথির পুরপ্রধানের এমন ঘনিষ্ঠতা ভালভাবে নেয়নি তৃণমূল কংগ্রেস। যদিও সুবলের সাফাই, ‘‌মঞ্চে একজন বয়স্ক মানুষ বসেছিলেন। আমি শুধু সম্মানটুকু দেখিয়েছি। তৃণমূল নেতৃত্বকে যা বলার বলব। যিনি আমাকে চেয়ারম্যান করেছেন, তাঁকেই কৈফিয়ার দেব। ১৯৮৪ সাল থেকে তাঁদের সঙ্গে আমার সম্পর্ক ছিল। ২০২০ সালে বিজেপিতে যোগ দেওয়ার সময় থেকেই ওদের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই। আমার স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে দিব্যেন্দু অধিকারী আমাকে ফোন করেছিলেন। গতকাল স্কুলের ওই অনুষ্ঠানে শিশিরবাবু উপস্থিত থাকবেন আমি জানতাম না। কিন্তু সেখানে পৌঁছনোর পর শিশিরবাবু উপস্থিত আছেন বলে আমি চলে এলে খারাপ বার্তা যেত।’‌

আরও পড়ুন:‌ লোকসভার আগে নিয়োগ নিয়ে নির্দেশ, থানা থেকে সাপ্তাহিক তথ্য তলব নির্বাচন কমিশনের

এদিন শিশিরবাবুকে প্রণাম করেন সুবল মান্না। আবার প্রশংসাও করেন। যে ছবি ছড়িয়ে পড়ে সর্বত্র এবং তৈরি হয় বিতর্ক। ওই মঞ্চে দাঁড়িয়ে পুরপ্রধান সুবল মান্না বলেন, ‘‌জন্ম দিয়েছেন পিতামাতা ঠিকই। কিন্তু যিনি পথ দেখিয়েছেন,যাঁর জন্য আজ আমি এখানে, সেই রাজনৈতিক গুরু শিশির অধিকারীকে প্রণাম জানাই।’‌ তারপরই রাতে পৌঁছে যায় শোকজের চিঠি। এই বিষয়ে সুবল মান্নার বক্তব্য, ‘‌শিশিরবাবুকে প্রণাম করে অন্যায় করে থাকলে তার বিচার ভগবান করবে। আমি শোকজের চিঠি পাইনি। আমি প্রশাসনিক পদে আছি। সুতরাং সাংগঠনিক জেলা সভাপতি আমাকে শোকজ করতে পারেন না। আমি নিষ্ঠা, সততা নিয়েই কাজ করি।’‌ পাল্টা তৃণমূল কংগ্রেসের কাঁথি সাংগঠনিক জেলার সভাপতি পীযূষ পণ্ডার কথায়, ‘গুরুজনকে প্রণাম করা শিষ্টাচার। সেটা নিয়ে কিছু বলার নেই। যে পরিবার তৃণমূলের থেকে সব সুবিধা নিয়ে বিশ্বাসঘাতকতা করেছে, তাঁদের সঙ্গে একই মঞ্চে আমাদের কোনও নেতা বসলে এবং প্রশংসা করলে দলীয় কর্মীদের ভাবাবেগে আঘাত লাগে।’‌ সব শুনে কাঁথির সাংসদ শুধু বলেন, ‘কোন দলে এমন হয় জানি না। যা ঘটছে তার জবাব মানুষ দেবে।’‌

বাংলার মুখ খবর

Latest News

অভিষেকের ছবি বুকে নিয়ে জন্মদিন উদযাপন স্ত্রী ও মেয়ের, খেলেন ডাব চিংড়ি, বিরিয়ানি রিহার্সাল ছাড়াই এক টেকে আড়াই মিনিটের গানের শ্যুট সারেন সোনাক্ষী! এবার হিরণকে সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়লেন দেব, বন্ধু কাঞ্চনকে নিয়ে মাতলেন কেশপুরে BANW v INDW: ৪৭ রান করেও জিতল ভারত! বৃষ্টি-বিঘ্নিত ম্যাচে ১৯ রানে হারাল বাংলাদেশ রয়েছে অক্ষয় তৃতীয়া থেকে রবীন্দ্রজয়ন্তী! মে মাসে কতদিন বন্ধ ব্যাঙ্ক? রইল তালিকা ৪৭.২ ডিগ্রিতে পুড়ল কলাইকুণ্ডা, গরমে দেশে ফার্স্ট বাংলা, ৪৪ ডিগ্রি পার ১০ জায়গার দার্জিলিংয়ে টয় ট্রেনের সঙ্গে পর্যটক বোঝাই গাড়ির ধাক্কা, ফের দুর্ঘটনা পাহাড়ে! ‘উচ্চশিক্ষিত মেয়েকে বিয়ে করার ভুল করবেন না’! ভাইরাল টিপস নিয়ে চটল নেটপাড়া আইসিডিএস সুপারভাইজার পদে নিয়োগে কাটল জট, হাইকোর্টের নির্দেশে হবে বিপুল চাকরি দায়িত্ব নিয়েই বাবর আজমদের জন্য বিশেষ বার্তা দিলেন পাকিস্তান দলের নতুন কোচ

Latest IPL News

‘সেন্ড অফ’-র পরে ১ ম্যাচ ব্যান KKR পেসারকে! নেটপাড়া বলল সেলিব্রেশনও করবে না? IPL -এর ইতিহাসে ব্যাট হাতে অনন্য নজির গড়লেন কুলদীপ যাদব বিশ্বকাপের স্কোয়াড থেকে বাদ, অধিনায়ক লোকেশ রাহুলের পাশে থাকার বার্তা LSG-র T20 বিশ্বকাপ থেকে বাদ গিল, GT লিখল 'অভিনন্দন ক্যাপ্টেন', জোর খিল্লি নেট পাড়ায় T20 WC-এর জন্য ইংল্যান্ড দল ঘোষণা হতেই চাপে KKR ও RR! মাথায় হাত শ্রেয়স-সঞ্জুদের RCB-র নেটে ‘নতুন বুমরাহ’! চিনে নিন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া তরুণ বোলারকে ‘অত নাচতে হবে না’… হঠাৎ কেন চিয়ার লিডারদের উদ্দেশ্যে এমন বললেন নাইট ক্রিকেটার? T20 World Cup-এবারের বিশ্বকাপের স্কোয়াডে একজনকে দেখতে চাই…কার কথা বললেন কিং খান? IPL 2024-পন্তের দুমড়ে-মুচড়ে যাওয়া গাড়ি দেখে বুক ধড়াস করে উঠেছিল,বললেন শাহরুখ ইডেনে ইতিহাস গড়লেন বরুণ চক্রবর্তী, পরিণত হলেন KKR-এর সব থেকে সফল ভারতীয় বোলারে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.