বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় ১০০টি স্কুলের দাবিতে মুখ্য়মন্ত্রীকে চিঠি কেপিপির

উত্তরবঙ্গে কামতাপুরী ভাষায় ১০০টি স্কুলের দাবিতে মুখ্য়মন্ত্রীকে চিঠি কেপিপির

জেলা শাসকের দফতরে স্মারকলিপি দিতে যাচ্ছেন কেপিপি নেতৃত্ব (নিজস্ব চিত্র)

ভূমিপুত্রের চাকরির দরজা খুলতে পারে, আশাবাদী কেপিপি

কামতাপুরী ভাষায় পঠনপাঠনের জন্য উত্তরবঙ্গ জুড়ে ১০০ টি স্কুল চালুর দাবিতে সরব কামতাপুর প্রগ্রেসিভ পার্টি(কেপিপি)। তাদের দাবি বাজেট অধিবেশনে মুখ্যমন্ত্রী কথা দিয়েছিলেন। সেই কথা রাখুন তিনি। এদিন জলপাইগুড়ির জেলাশাসকের মাধ্যমে মুখ্যমন্ত্রীর কাছেও তাঁরা দাবিপত্র পাঠিয়েছেন। তাঁদের অভিযোগ এই দাবি পূরণের ক্ষেত্রে নানা টালবাহানা করা হচ্ছে। পাশাপাশি কামতাপুরী ভাষাকে অষ্টম তফশিলের অন্তর্ভুক্ত করার দাবিও তারা জানিয়েছেন। প্রসঙ্গত কামতাপুরী ভাষাকে স্বীকৃতির দাবিকে দীর্ঘদিন ধরেই আন্দোলন সংগঠিত করেছে কেপিপি। বিগত দিনে অতুল রায়ের নেতৃত্বেই উত্তরবঙ্গ জুড়ে এই আন্দোলন দানা বাঁধে। তবে সেই দাবি তাঁদের অনেকটাই পূরণ হয়েছে। এবার ১০০টি স্কুলে কামতাপুরী ভাষায় পঠনপাঠনের দাবিতে সরব তাঁরা। এতে ভূমিপুত্রদের কাজের সুযোগও বৃদ্ধি পেতে পারে। আশাবাদী কেপিপি নেতৃত্ব। 

কেপিপির কেন্দ্রীয় কমিটির মুখপাত্র চন্দন সিংহ বলেন, ‘রাজ্য সরকারের বাজেট অধিবেশনে নেপালি, হিন্দি, কামতাপুরী ভাষায় ১০০ টি স্কুলকে অনুমোদন দেবেন বলে জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী। আপাতত ২টি স্কুলকে অনুমোদন দেওয়া হয়েছিল। এখন শুনছি ১টা স্কুল অনুমোদিত হয়েছে। ১০০ টির পরিবর্তে ১ টা স্কুলকে করা হয়েছে। ১০০টি স্কুলে কামতাপুরী ভাষায় অনুমোদন দিতে হবে। আমাদের সম্প্রদায়ের মধ্যে থেকেই যাতে শিক্ষক নিয়োগ করা হয় সেই দাবি জানাচ্ছি। তাহলে বাচ্চারা সুশিক্ষা পাবে। আমরা ভূমিপুত্র। আমরা আন্দোলনের রাস্তায় রয়েছি।’ 

 

বন্ধ করুন