শ্রেয়সী পাল
বিহার- উত্তর প্রদেশের পর এবার বাজ পড়ে মৃত্যু পশ্চিমবঙ্গে। শনিবার মুর্শিদাবাদ জেলায় বাজ পড়ে ৬ জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে জেলার সাগরদিঘিতে বাজ পড়ে ১ মহিলাসহ ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২ জম। ভরতপুরে বজ্রাঘাতে মৃত্যু হয়েছে ৩ জনের।
পুলিশ জানিয়েছে, সাগরদিঘিতে বেগুন ক্ষেতে কাজ করছিলেন এক মহিলাসহ ৫ জন শ্রমিক। ঝড়বৃষ্টিতে ক্ষেতের ভিতর পাম্পঘরে আশ্রয় নিয়েছিলেন তাঁরা। তখন সেই পাম্পঘরের ওপর বাজ পড়ে। বজ্রাঘাতে মৃত্যু হয় সমর মণ্ডল (৩০), ভারতী মণ্ডল (৪০), শিবরাম মাহাতো (৪৫)। আহত হয়েছেন তেতরি মাহাতো ও রাজবুলা মণ্ডল নামে আরও ২ জন।
ভরতপুরে মাঠ থেকে বাড়ি ফেরার পথে কয়েকজনের ওপর বাজ পড়ে। ঝড়বৃষ্টি থামলে মাঠে গিয়ে দেহগুলি উদ্ধার করেন গ্রামবাসীরা। হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করা হয়। নিহতরা হলেন ইমতেয়াজ আলম (১৯), মোতিচাঁদ আলি (৩৭) ও শেফালি শেখ (৫৫).
শনিবার সন্ধ্যায় দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়। কলকাতায় ঘণ্টায় ৮১ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে গিয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। রবিবার উত্তরবঙ্গের জেলাগুলিতে প্রবল বর্ষণের সতর্কতা জারি করেছে আলিপুর।
বৃহস্পতিবার বিহার ও উত্তর প্রদেশে বাজ পড়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জন।