বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Lottery Sale Stopped in Barasat: সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বিক্রেতাদের, বন্ধ হয়ে গেল লটারি বিক্রি

Lottery Sale Stopped in Barasat: সংস্থার বিরুদ্ধে ক্ষোভ বিক্রেতাদের, বন্ধ হয়ে গেল লটারি বিক্রি

বারাসতে বন্ধ হয়ে গেল নাম করা সংস্থার লটারি বিক্রি (ছবিটি প্রতীকী - টুইটার)

দিওয়ালির আগে বারাসতে বন্ধ হয়ে গেল নাম করা সংস্থার লটারি বিক্রি। সংস্থার বিরুদ্ধে একাধিক বিস্ফোরক অভিযোগ বিক্রেতাদের। ক্ষোভ রয়েছে ক্রেতাদের মনেও।

লটারি কোম্পানির বিরুদ্ধে আন্দোলনে রাস্তায় নামলেন বারাসতের লটারি বিক্রেতারা। অভিযোগ, ভাউচার সংক্রান্ত সমস্যার জেরে প্রথম পুরস্কার ফিরে যাচ্ছে সরকারের কাছেই। এই আবহে পুরোনো ভাউচার ফিরিয়ে এনে পুরস্কার চালুর দাবিতে আন্দোলনে নেমেছেন লটারি বিক্রেতারা। এই আবহে দাবি মেটা না পর্যন্ত অনির্দিষ্ট কালের জন্য লটারি বিক্রি বন্ধ রাখার ঘোষণা করেছেন আন্দোলনকারী বিক্রেতারা।

এই আবহে সোমবার বারাসত শহর জুড়ে মাইকিং করা হয় লটারি বিক্রেতাদের সংগঠনের তরফে। আন্দোলনে যোগ দেওয়ার জন্য সব লটারি বিক্রেতাকে আহ্বান জানানো হয়। আন্দোলনকারীদের অভিযোগ, লটারির টিকিট বিক্রি করে যে কমিশন তাঁরা পাচ্ছেন, তাতে সংসার চালানোই সমস্যার হয়ে পড়েছে। অধিকাংশ দিন প্রথম প্রাইজ সরকারের ঘরে ফেরত যাচ্ছে বলে দেখানো হচ্ছে। এদিকে ক্রমেই ধাপে ধাপে কমিশন কমানো হয়েছে লটারি বিক্রেতাদের। এর জেরে এই কাজ ছেড়ে অন্য কর্মসংস্থানের খোঁজ করতে বাধ্য হচ্ছেন অনেকে।

এদিকে পুরস্কার ফেরত যাওয়া নিয়ে লটারির ক্রেতাদেরও অভিযোগ রয়েছে। যে সব টিকিট বিক্রি হচ্ছে না, ধারাবাহিক ভাবে সেই সমস্ত টিকিটেই পুরস্কার দেওয়া হচ্ছে। যদিও সংশ্লিষ্ট লটারি কোম্পানি নিয়ে এই অভিযোগ নতুন নয়। কিছু দিন আগেই এই কোম্পানির বিরুদ্ধে দুর্নীতির বিস্ফোরক অভিযোগ তুলেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তবে লটারি বিক্রেতাদের অভিযোগের প্রেক্ষিতে সংস্থার তরফে কোনও প্রতিক্রিয়া দেওয়া হয়নি। উল্লেখ্য, উৎসবের মরশুমে প্রচুর গ্রাহক লটারির টিকিট কেটে থাকেন। বাংলা জুড়ে বহু লোক এর সঙ্গে যুক্ত। এই আবহে বারাসতের মতো জায়গায় নাম করা সংস্থার লটারির টিকিট বিক্রি বন্ধ হয়ে গেল দিওয়ালির আগে।

বন্ধ করুন