পরবর্তী খবর
বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Madhyamik 2022; ফাঁস হয়নি মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র, ভাইরাল ছবি ভুয়ো, দাবি পর্ষদের
মাধ্যমিকের ইংরেজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। সোশ্যাল মিডিয়ায় যে প্রশ্নপত্র ছড়িয়েছে, তা পুরোপুরি ভুয়ো। বাংলা সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনে এমনই দাবি করলেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়।
মঙ্গলবার মাধ্যমিকের দ্বিতীয় ভাষা পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যে সোশ্যাল মিডিয়ায় একটি প্রশ্নপত্র ছড়িয়ে পড়ে। রীতিমতো ভাইরাল হয়ে যায়। তা মাধ্যমিকের ইংরেজির প্রশ্নপত্র বলে দাবি করা হয়। যদিও সেই প্রশ্নপত্র ভুয়ো বলে দাবি করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি। সংবাদ প্রতিদিনে তিনি দাবি করেছেন, যে প্রশ্নপত্র সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে, তা আদতে ভুয়ো।