বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালবাজারের দুর্ঘটনায় দেহ গায়েব করতে পারে প্রশাসন, FB পোস্ট করায় আটক BJP নেতা

মালবাজারের দুর্ঘটনায় দেহ গায়েব করতে পারে প্রশাসন, FB পোস্ট করায় আটক BJP নেতা

বিজেপি নেতা সুজিত ভৌমিক। ছবি - ফেসবুক

বুধবার সন্ধ্যায় মালবাজারে দুর্ঘটনার পর এক ফেসবুক পোস্টে সুজিতবাবু লেখেন, ‘আজ মালবাজারে হড়পা বানের দরুণ প্রাণহানির ঘটনা ঘটে।কিন্তু প্রশাসন এটা নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। বহু দেহ গায়েব করার গন্ধ পাওয়া যাচ্ছে।’

জলপাইগুড়ির মালবাজারে দুর্গা ভাসান নিয়ে ফেসবুক পোস্টের জন্য বিজেপি নেতাকে আটক করল পুলিশ। প্রশাসন দুর্ঘটনায় নিহতদের দেহ গায়েব করে দিচ্ছে বলে সোশ্যাল মিডিয়ায় আশঙ্কা প্রকাশ করেছিলেন তিনি। তার জেরেই জলপাইগুড়ি জেলা বিজেপির অফিস সম্পাদক সুজিত ভৌমিককে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।

বুধবার সন্ধ্যায় মালবাজারে দুর্ঘটনার পর এক ফেসবুক পোস্টে সুজিতবাবু লেখেন, ‘আজ মালবাজারে হড়পা বানের দরুণ প্রাণহানির ঘটনা ঘটে।কিন্তু প্রশাসন এটা নিয়ে রাজনৈতিক খেলায় মেতে উঠেছে। বহু দেহ গায়েব করার গন্ধ পাওয়া যাচ্ছে।’ পরে পুলিশের চাপের মুখে তিনি লেখেন, ‘আমার দ্বারা ভুল পোস্ট হয় মালবাজার নিয়ে। লোকমুখে বিভ্রান্তিমূলক খবর পেয়ে পোস্ট করি। এর জন্য দুঃখিত।’ তার পরও তাঁকে আটক করে পুলিশ। যা নিয়ে বিজেপি জেলা সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘তৃণমূলের প্রতিহিংসার রাজনীতির শিকার সুজিতবাবু।’

বৃহস্পতিবার ঘটনাস্থলে গিয়ে একই দাবি করেন বিধানসভায় বিজেপির মুখ্য সচেতক মনোজ টিগ্গা। তিনি বলেন, ‘মৃতের সংখ্যা অনেক বেশি। এখনো ৩০ – ৪০ জন নিখোঁজ। প্রশাসন মৃতের সংখ্যা কম করে দেখাচ্ছে।’

বলে রাখি, নন্দীগ্রাম আন্দোলনের সময় বাম সরকার পরিচালিত প্রশাসনের বিরুদ্ধে একই রকম অভিযোগ করেছিলেন বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বহু শিশুকে পা চিরে খুন করে তালপাটি খালে ভাসিয়ে দেওয়া হয়েছে বলে বারবার দাবি করেছিলেন তিনি। যদিও ক্ষমতায় আসার পর একটিও তেমন মৃত্যুর ঘটনা প্রমাণ করতে পারেনি তাঁর প্রশাসন।

 

বন্ধ করুন