বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চাকরির নামে টাকা তুলে ফেরার, মাস্ক পরে এলাকায় ঢুকেও ধরা পড়ে গেলেন তৃণমূল নেতা

চাকরির নামে টাকা তুলে ফেরার, মাস্ক পরে এলাকায় ঢুকেও ধরা পড়ে গেলেন তৃণমূল নেতা

প্রতিকি ছবি

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় একটি ব্যাঙ্কে টাকা তুলতে আসে অভিযুক্ত। তখন তাঁকে চিনে ফেলেন এক ব্যক্তি। খবর ছড়াতেই ব্যাঙ্কে জড়ো হয়ে যান প্রতারিতরা। ধৃতকে ভবানীপুর ব্রিজের কাছে একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়।

চাকরি দেওয়ার নাম করে এলাকা থেকে টাকা তুলে গায়েব হয়ে গিয়েছিলেন। মাস্ক পরে ব্যাঙ্কে টাকা তুলতে এসে ধরা পড়লেন তৃণমূল নেতা। ঘরে বন্দি করে তাঁকে উত্তম মধ্যম দিলেন দলের কর্মীরাই। ঘটনা মালদার হরিশ্চন্দ্রপুরের। পরে টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মসিউর রহমান নামে ওই নেতাকে নিয়ে যান পরিবারের সদস্যরা।

স্থানীয়দের দাবি, সরকারি চাকরি ও সহজ ঋণের প্রতিশ্রুতি দিয়ে গত ৩ বছরে এলাকা থেকে লক্ষ লক্ষ টাকা তুলেছেন মসিউর। নিজেকে তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা বলে পরিচয় দিতেন তিনি। কিন্তু চাকরি বা ঋণ কেউ পাননি। উলটে এলাকা থেকে গায়েব হয়ে না মসিউর। হরিশ্চন্দ্রপুরের বরুই গ্রাম পঞ্চায়েতের মিঠাপুর গ্রামের বাড়িতে খোঁজ পাওয়া যাচ্ছিল না তাঁর।

বৃহস্পতিবার হরিশ্চন্দ্রপুরের তুলসিহাটা এলাকায় একটি ব্যাঙ্কে টাকা তুলতে আসে অভিযুক্ত। তখন তাঁকে চিনে ফেলেন এক ব্যক্তি। খবর ছড়াতেই ব্যাঙ্কে জড়ো হয়ে যান প্রতারিতরা। ধৃতকে ভবানীপুর ব্রিজের কাছে একটি ক্লাবে নিয়ে যাওয়া হয়। সেখানে আটকে তাঁকে মারধর করেন স্থানীয় তৃণমূল কর্মীরাই। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন অভিযুক্তের পরিজনরা। টাকা ফেরতের প্রতিশ্রুতি দিয়ে মসিউরকে নিয়ে যান তাঁরা।

হরিশ্চন্দ্রপুর ১ নম্বর তৃণমূল ব্লক সভাপতি মানিক দাস বলেন, ‘ও কোথাকার নেতা জানি না। নিজেই নিজের গাড়িতে বোর্ড ঝুলিয়ে ঘুরত। ও যদি দলের কেউ হয়ে থাকে ব্যবস্থা নেওয়া উচিত।’

 

বন্ধ করুন