SSC গ্রুপ সির চাকরি চোরেদের তালিকার প্রায় পুরোটাই তৃণমূলের নেতা-মন্ত্রীদের পরিবারের সদস্যদের নামে ভরা। এমনকী নাম রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাইঝিরও। এবার সেই তালিকায় পাওয়া গেল একই নেতার পরিবারের একাধিক সদস্যের নাম। মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের তৃণমূল নেতা প্রকাশ দাসের ২ মেয়ে ও ১ জামাইয়ের নাম রয়েছে চাকরি চোরের তালিকায়। এলাকাবাসীর কথায়, ২৪ লক্ষ টাকায় ৩টে চাকরি কিনেছিলেন ওই তৃণমূল নেতা।
আদালতের নির্দেশে শুক্রবার এসএসসি গ্রুপ সির ৮৪২ জনের চাকরি গিয়েছে। সেই তালিকায় নাম রয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের কুশিদা গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রাক্তন চেয়ারম্যান প্রকাশ দাসের দুই মেয়ে সম্পা দাস ও মাম্মি দাস এবং জামাই বিপ্লব দাসের। লিখিত পরীক্ষায় ৬০টির মধ্যে সম্পা ৮টি ও মাম্পি ১২টি প্রশ্নের উত্তর দিয়েছেন। তার পরও মাম্পি দাস হরিশ্চন্দ্রপুর হাই স্কুলে ও সম্পা দাস হরিশ্চন্দ্রপুর কিরণবালা বালিকা বিদ্যাশ্রমে এবং জামাই বিপ্লব দাস কনুয়া ভবানীপুর হাই স্কুলে ক্লার্ক পদে কর্মরত ছিলেন। সংবাদমাধ্যমের সামনে এই নিয়ে মুখ খুলতে রাজি হননি প্রকাশবাবু। স্পিকটি নট জেলার তৃণমূল নেতারাও। তবে স্থানীয়দের দাবি, ২৪ লক্ষ টাকায় মেয়ে জামাইয়ের জন্য চাকরি কিনেছিলেন তিনি।
প্রকাশবাবুকে অবিলম্বে জেরার দাবি তুলেছে বিরোধীরা। তাদের দাবি, কাকে টাকা দিয়ে তিনটে চাকরি পকেটস্থ করলেন প্রকাশবাবু তা জানতে তাঁকে জেরা করতে হবে।