কোন্নগরে শিশুমৃত্যুর ঘটনা চাঞ্চল্যকর মোড় নিল। এই ঘটনায় শিশুর মা শান্তা শর্মা ও তার বান্ধবী ইফফাত পারভিনকে গ্রেফতার করেছে পুলিশ। বান্ধবীকে তার ওয়াটগঞ্জ থানার খিদিরপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।
শ্রীরামপুর ডিসিপি অর্নব বিশ্বাস উত্তরপাড়া থানায় সাংবাদিক বৈঠক করে জানান, বিয়ের আগে থেকেই দুজনে গভীর বন্ধুত্ব ছিল। শান্তার বিয়ে হয় ২০১২ সালে। পারভিনের বিয়ে হয় ২০১৮ সালে। তবে মাস খানেকের মধ্যে স্বামীর ঘর ছেড়ে চলে আসে সে।
দু’জনে দু’জনের বাড়ি যাতায়াত করত, সেটা তাদের পরিবার জানত। গভীর রাত পর্যন্ত ফোনে গল্প করত। ঘটনার পরদিন পারভিন শান্তার বাড়ি আসে সমবেদনা জানাতে।
পড়ুন। পারিবারিক অশান্তির জেরে কাকার পরিবারের ৩ জনকে কাটারির কোপ যুবকের
গত ১৬ তারিখ শুক্রবার সন্ধায় খুন করা হয় আট বছরে শ্রেয়াংশুকে। সেই সময় ঘরে জোরে টিভি চলছিল। রক্তাক্ত অবস্থায় তার দেহ উদ্ধার করে আত্মীয়রা। উদ্ধার হয় একটি রক্তাক্ত সবজি কাটার ছুরিও. ঘটনার পর সেভাবে পরিবর্তন লক্ষ্য করা যায়নি শ্রেয়াংশুর মায়ের।
পরে দিন শিশুর মাকে দেখা যায় তাদের পোষ্য কুকুর স্যাডোকে বিস্কুট খেতে দিতে। স্যাডো যদিও সেই বিস্কুট খায়নি।
ডিসিপি আরও জানান,ঘটনাস্থল থেকে যে সব তথ্য প্রমাণ মিলেছে তার ভিত্তিতে, ফরেনসিক তদন্তের রিপোর্ট ও ফিঙ্গার প্রিন্ট রিপোর্ট এলাকার সিসি টিভি ফুটেজ দেখে, অভিযুক্তদের জেরা করে নিশ্চিত হওয়া যায় খুনের পিছনে শিশুর মা ও তারা বান্ধবী আছে। তার ভিত্তিতে গ্রেফতার করা হয় দুজনকে। বুধবার দুজনকেই শ্রীরামপুর আদালতে পেশ করা হবে।
শিশুর বাবা পঙ্কজ শর্মা বলেন, আমার স্ত্রী এই ঘটনায় যু্ক্ত বিশ্বাস হচ্ছে না। তবে ও আগেই জানিয়েছিলেন পরিচিত কেউ খুন করেছে। শিশুর মেসোমশাই গৌতম অধিকারী বলেন,দুজনের সম্পর্ক ছিল জানতাম না, অভিযুক্তদের কঠিন শাস্তি চাই।
শিশুর মাকে গ্রেফতারের আগে আরও কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার এক প্রতিবেশী এবং শিশুটির বাবাকেও জিজ্ঞাসাবাদ করা হয়। শেষ পর্যন্ত শিশুটির মা ও তাঁর বান্ধবীর মোবাইল কল লিস্ট দেখে দুজনকে গ্রেফতার করে পুলিশ।