মুকুল রায় কোথায়?
দিল্লিতে।
উনি কোন দলে?
প্রাতঃভ্রমণে বেরিয়ে দিলীপ ঘোষ বলেছেন,'আমাদের সঙ্গে কোনো সম্পর্ক নেই।'
দিল্লিতে মুকুল রায় বলেছেন, 'বিজেপি-র হাত ধরে সক্রিয় রাজনীতিতে ফের ফিরতে চাই। বাংলা থেকে সিপিএমকে হঠানোই লক্ষ্য।'
নবান্নে সাংবাদিক বৈঠক করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'উনি তো বিজেপি বিধায়ক।'
মঙ্গলবার থেকে দিনভর নানা জল্পনার মাঝে এটাই আপাতত মুকুল রায়ের রাজনৈতিক অবস্থান।
তবে এ সবের মধ্যে মুকুল রায় কোন দলে তা নিয়ে বিশেষ গুরুত্ব দিচ্ছে না তৃণমূল। তাঁর ছেলে শুভ্রাংশুর করা মিসিং ডায়েরি তাদের কাছে গুরুত্বপূর্ণ বিষয়।
নবান্নে তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,'ওঁর ছেলে একটা মিসিং ডায়েরি করেছে বলে শুনেছি। কেউ যদি মিসিং বলে ডায়েরি করে, তাহলে প্রশাসনের কাজ হল, তিনি কোথায় আছেন, ভালো আছেন কি না তার খোঁজ নেওয়া।'
সোমবার রাতে মুকুল রায় যখন দিল্লি যান সেই সময় তাঁর সঙ্গে দু'জন ছিলেন। মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করা হয় বিজেপি বা কোনও এজেন্সি কি এর পিছনে রয়েছে? উত্তরে মমতা বলেন,'দুজন নিয়ে গিয়েছে কোনও এজেন্সির মাধ্যমে। বিজেপি কিনা আমি বলতে পারব না। হতে পারে তাঁকে হুমকি দেওয়া হয়েছিল।'
বিজেপির হাতে ধরে সক্রিয় রাজনীতিতে ফিরতে চান মুকুল, সে ব্যাপারে জিজ্ঞাসা করা হলে মমতা বলেন, ‘এটা ছোট ব্যাপার। আমরা গুরুত্ব দিচ্ছি না। এড়িয়ে যাওয়াই ভাল। তবে মিসিং অভিযোগটা গুরুত্বপূর্ণ।’
প্রসঙ্গত, বিজেপি থেকে তৃণমূলে যোগ দেওয়ার পর বিস্তর জলঘোলা হয়েছিল মুকুল রায় কোন দলে তা নিয়ে। সে সময় স্পিকার জানিয়ে দেন, মুকুল বিজেপি বিধায়ক।