দোকান খোলা নিয়ে বিবাদের জেরে ছেলের হাতে খুন হলেন মা। ঘটনা দক্ষিণ ২৪ পরগনার মন্দিরবাজার থানা এলাকার লক্ষ্মীকান্তপুরের। নিহত মল্লিকা মণ্ডলের (৪৫) দেহ উদ্ধার করে নিয়ে গিয়েছে পুলিশ। গ্রেফতার করেছে ছেলে সুমনকে (২২)।
স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলায় সুমনের বাবা মারা যান। তার পর থেকে মে ও ছেলে একটি চায়ের দোকান চালিয়ে সংসার প্রতিপালন করতেন। মঙ্গলবার সকালে মল্লিকাদেবী সুমনকে দোকান খুলতে বলেন। এই নিয়ে ২ জনের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। বিবাদ ক্রমশ বাড়তে থাকলে একটি রড নিয়ে ঘরের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয় সুমন। এর পর রড দিয়ে মাকে এলোপাথাড়ি মারতে থাকে। কিছুক্ষণ পর সব নিঃস্তব্ধ হয়ে গেলে প্রতিবেশীরা ঘরে উঁকি দিয়ে দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে মল্লিকার দেহ।
এর পর পুলিশে খবর দেন তাঁরা। পুলিশ এসে ঘরে ঢুকে মল্লিকার দেহ উদ্ধারের পাশাপাশি সুমনকে গ্রেফতার করে।
নিহতের বাবা বলেন, ‘মা ও ছেলের মধ্যে বিবাদ কোনও নতুন জিনিস নয়। তাই বলে নাতি যে মেয়েকে মেরে ফেলবে তা বুঝতে পারিনি। সুমনের মানসিক সমস্যা ছিল। চিকিৎসা চলছিল।’
ঘটনায় মাতৃহন্তা ছেলের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করেছে পুলিশ। কী কারণে সুমন হঠাৎ নৃশংস হয়ে উঠল তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা। এই ঘটনার সঙ্গে অন্য কোনও বিবাদের যোগ রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার জেরে এলাকায় আতঙ্ক ছড়িয়েছে। অভিযুক্তের শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয়রা।