কবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে অস্বস্তিকর গরম থেকে রেহাই মিলবে? কবে দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টি নামবে? তা নিয়ে এখনও কোনও আশার আলো দেখাতে পারল না আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, আগামী শুক্রবারের মধ্যে দক্ষিণবঙ্গের কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই। বিক্ষিপ্তভাবে বৃ্ষ্টি হতে পারে। তাতে গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি কাটবে না। এখন যেমন অস্বস্তিকর আবহাওয়া চলছে, আগামী পাঁচদিনে তা থেকে রেহাই মিলবে না। তবে উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলবে বলে জানিয়েছে হাওয়া অফিস। জারি করা হয়েছে সতর্কতা।
আরও পড়ুন: বৃষ্টির দিনে উপভোগ করুন মুচমুচে পেঁয়াজি, রইল রেসিপি
সোমবার আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আগামী ১৪ জুলাই পর্যন্ত উত্তরবঙ্গের উপরের যে পাঁচটি জেলা (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার) আছে, তার বিস্তীর্ণ এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে। কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা আছে। আবার কয়েকটি জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার এবং বুধবার উত্তরবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বেশি। সেক্ষেত্রে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং দার্জিলিঙের কয়েকটি অংশে বেশি কিছুটা বৃষ্টি হবে।’
আরও পড়ুন: Monsoon 2023 rain: রেকর্ড বৃষ্টি উত্তর ভারতে, দক্ষিণবঙ্গে ঘাটতি ৩৪%, কেন এরকম হল? রেহাই কবে মিলবে?
সেইসঙ্গে আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেন, ‘উত্তরবঙ্গের উপরের পাঁচটি জেলায় (দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ার) বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। শুক্রবারের পর থেকে সাময়িকভাবে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিছুটা কমবে। তবে বৃষ্টি চলতে থাকবে। স্রেফ বৃষ্টির মাত্রা কিছুটা কমে যাবে।’
দক্ষিণবঙ্গে আবহাওয়া কেমন থাকবে?
ভরা আষাঢ়েও একেবারে হালকা বৃষ্টি হচ্ছে দক্ষিণবঙ্গে। দিনে মেরেকেটে ১৫ মিনিটের বেশি বৃষ্টি হচ্ছে না। ইতিমধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ-সহ বৃষ্টির ঘাটতি প্রায় ৩৫ শতাংশ ঠেকে গিয়েছে। আবহাওয়াদবিদদের মতে, আপাতত যা পরিস্থিতি, তাতে বঙ্গোপসাগরের কোনও নিম্নচাপই দক্ষিণবঙ্গকে বাঁচাতে পারে। কিন্তু আগামী পাঁচদিনে সেরকম কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।
আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাঞ্চলীয় অধিকর্তা বলেছেন, 'দক্ষিণবঙ্গের ক্ষেত্রে উল্লেখজনক কিছু নেই। খুব বিক্ষিপ্তভাবে দু'এক জায়গায় বৃষ্টির সম্ভাবনা আছে। কিন্তু শুক্রবারের মধ্যে খুব উল্লেখযোগ্যভাবে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সেই পরিস্থিতিতে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার কোনও হেরফের হবে না।'