আজ হলদিয়া-বারাউনি পাইলাইনের উদ্বোধন করতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অপরিশোধিত তেল জোগানোর জন্য ৫১৮ কিলোমিটারের সেই পাইপলাইন তৈরি করেছে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন (আইওসি)। যে প্রকল্পের জন্য প্রায় ২,৭৯০ কোটি টাকা খরচ হয়েছে বলে প্রধানমন্ত্রীর দফতরের তরফে জানানো হয়েছে। শুধু তাই নয়, পশ্চিম মেদিনীপুরের খড়্গপুরের বিদ্যাসাগরের শিল্পপার্কে এলপিজি বটলিং প্ল্যান্টেরও উদ্বোধন করবেন মোদী। যে প্ল্যান্টের মাধ্যমে প্রায় ১৪.৫ লাখ মানুষকে নিরবিচ্ছিন্নভাবে এলপিজি গ্যাস সরবরাহ করা যাবে বলে দাবি করেছে কেন্দ্রীয় সরকার। ইন্ডিয়ান অয়েলের ওই প্রকল্পে ২০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে। অর্থাৎ সবমিলিয়ে আজ ইন্ডিয়ান অয়েলের প্রায় ৩,০০০ কোটি টাকা প্রকল্পের উদ্বোধন করতে চলেছেন মোদী।
হলদিয়া-বারাউনি অপরিশোধিত তেলের পাইপলাইন
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, বিহার, ঝাড়খণ্ড এবং পশ্চিমবঙ্গের মধ্যে হলদিয়া-বারাউনি অপরিশোধিত তেলের পাইপলাইন যাচ্ছে। সেই পাইপলাইনের মাধ্যমে হলদিয়া থেকে অপরিশোধিত তেল পাঠানো হবে বারাউনি শোধনাগার, গুয়াহাটি শোধনাগার এবং বঙ্গাইগাঁও তৈল শোধনাগারে। সেই প্রক্রিয়াটা যেমন পরিবেশের পক্ষে ভালো হবে, তেমনই খরচ কমবে। সার্বিকভাবে ওই পাইপলাইনের ফলে পূর্ব ভারত ও উত্তর-পূর্ব ভারতের শোধনাগারগুলির অপরিশোধিত তেলের চাহিদা পূরণ হবে।
খড়্গপুরে এলপিজি বটলিং প্ল্যান্ট
আপাতত পশ্চিমবঙ্গে ইন্ডিয়ান অয়েলের এলপিজি বটলিং প্ল্যান্ট আছে - দুর্গাপুর, কল্যাণী, বজবজ, রানিনগর এবং মালদা। আজ খড়্গপুরের বিদ্যাসাগরের শিল্পপার্কে যে প্ল্যান্টের উদ্বোধন করতে চলেছেন মোদী, তা পশ্চিমবঙ্গের ষষ্ঠ এলপিজি বটলিং প্ল্যান্ট হতে চলেছে বলে ইন্ডিয়ান অয়েল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে।
কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে, ৪৫ একর জমিতে খড়্গপুরের বিদ্যাসাগরের শিল্পপার্কে এলপিজি বটলিং প্ল্যান্ট গড়ে তোলা হয়েছে। খরচ হয়েছে ২০০ কোটি টাকারও বেশি। আট ঘণ্টায় প্রায় ১৭,০০০ সিলিন্ডারে গ্যাস ভরতে পারবে সেই বটলিং প্ল্যান্ট। প্রাথমিকভাবে আট ঘণ্টার একটি শিফটেই কাজ চলবে। পরবর্তীতে শিফটের সংখ্যা বাড়তে পারে। স্বভাবতই দিনে আরও বেশি সংখ্যক সিলিন্ডারে গ্যাস ভরা যাবে বলে কেন্দ্রীয় সরকারের তরফে দাবি করা হয়েছে।
আর সেই প্ল্যান্টের ফলে পশ্চিমবঙ্গের ১৪.৫ লাখ মানুষ উপকৃত হবেন বলে দাবি করেছে কেন্দ্র। যে বিদ্যাসাগরের শিল্পপার্কে এলপিজি বটলিং প্ল্যান্টের ক্ষমতা হল ১২০ থাউজেন্ড মেট্রিক টন পার অ্যানাম (টিএমটিপিএ)। যা ওই অঞ্চলের প্রথম এলপিজি বটলিং প্ল্যান্ট বলে কেন্দ্রীয় সরকারের তরফে জানানো হয়েছে।