নরেন্দ্র মোদী সরকারের সংস্কার নীতিতেই বাজিমাত করল ভারতীয় অর্থনীতি। সেই লাগাতার সংস্কারের সুবাদে ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮.৪ শতাংশে ঠেকেছে বলে মনে করছে শিল্পমহল। ওই মহলের মতে, জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তরফে ভারতের জিডিপি বৃদ্ধি নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। বিশেষত বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভূ-রাজনৈতিক সংঘাত চলছে, সেটার মধ্যেই যে হারে ভারতের জিডিপি বেড়েছে, তা চমকপ্রদ। আর সেটা থেকেই প্রমাণ মিলছে যে আগামিদিনে ভারতের আর্থিক বৃদ্ধির হার অব্যাহত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর সেই রেশ ধরেই আগামিদিনে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন মোদী।
বাণিজ্য গোষ্ঠী কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'তৃতীয় ত্রৈমাসিকে (আগের বছরের থেকে) জোরদার আর্থিক বৃদ্ধি হয়েছে দেখে উৎসাহী হয়ে উঠেছে শিল্পমহল। যতটা আশা করা হয়েছিল, তার থেকেও ভালো ফল মিলেছে। আর একাধিক ভূ-রাজনৈতিক সংঘাত সত্ত্বেও যেভাবে আর্থিক বৃদ্ধি হয়েছে, সেটা সবথেকে স্বস্তিদায়ক।'
সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে সার্বিক সংস্কার এবং ব্যবসা করার পরিবেশ আরও অনুকূল হয়ে ওঠার সুবাদে ভারতীয় অর্থনীতির গ্রাফ উপরের দিকে আছে। তাঁর কথায়, ‘সেই বিষয়টাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে যে মধ্যবর্তী মেয়াদে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশের বেশি হবে।’ একইসুরে অ্যাসোচেমের সেক্রেটারি জেনারেল দীপক সুদ জানিয়েছেন, তৃতীয় ত্রৈমাসিকে যে হারে আর্থিক বৃদ্ধি হয়েছে ভারতের, তা সত্যিই প্রশংসনীয়। আর সেটার ক্ষেত্রে বড় অবদান আছে উৎপাদন ক্ষেত্রের।
সেই রেশ ধরেই ‘বিকশিত ভারত’-র স্বপ্নের জাল বুনেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তরফে ভারতের আর্থিক বৃদ্ধির হারের তথ্য প্রকাশ করে মোদী বলেন, ‘২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৮.৪ শতাংশ হারে জিডিপি যে বেড়েছে, তা ভারতের অর্থনীতির শক্তি এবং সম্ভাবনা তুলে ধরেছে। আমরা যে চেষ্টা চালাচ্ছি, সেটার সুবাদে দ্রুত আর্থিক বৃদ্ধি হতে থাকতে ভারতে। যা ১৪০ কোটি ভারতীয়ের জীবনের মান আরও ভালো করে তুলবে এবং বিকশিত ভারত গড়ে তুলবে।’