বাংলা নিউজ > ঘরে বাইরে > Indian economic growth: ‘এতটাও আশা করা হয়নি’, মোদীর সংস্কার নীতিতেই বাজিমাত অর্থনীতির, বাহবা শিল্পমহলের

Indian economic growth: ‘এতটাও আশা করা হয়নি’, মোদীর সংস্কার নীতিতেই বাজিমাত অর্থনীতির, বাহবা শিল্পমহলের

সেতুর উদ্বোধনে নরেন্দ্র মোদী। (ছবি সৌজন্যে পিটিআই) 

জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তথ্য অনুযায়ী, সুবাদে ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮.৪ শতাংশে ঠেকেছে। আর সেটা সম্ভব হয়েছে লাগাতার সংস্কারের কারণে। মনে করছে শিল্পমহল। তারইমধ্যে স্বপ্নের জাল বুনেছেন নরেন্দ্র মোদী।

নরেন্দ্র মোদী সরকারের সংস্কার নীতিতেই বাজিমাত করল ভারতীয় অর্থনীতি। সেই লাগাতার সংস্কারের সুবাদে ২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ভারতের আর্থিক বৃদ্ধির হার ৮.৪ শতাংশে ঠেকেছে বলে মনে করছে শিল্পমহল। ওই মহলের মতে, জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তরফে ভারতের জিডিপি বৃদ্ধি নিয়ে যে তথ্য প্রকাশ করা হয়েছে, তা প্রত্যাশা ছাপিয়ে গিয়েছে। বিশেষত বিশ্বের বিভিন্ন প্রান্তে যে ভূ-রাজনৈতিক সংঘাত চলছে, সেটার মধ্যেই যে হারে ভারতের জিডিপি বেড়েছে, তা চমকপ্রদ। আর সেটা থেকেই প্রমাণ মিলছে যে আগামিদিনে ভারতের আর্থিক বৃদ্ধির হার অব্যাহত থাকবে বলে মনে করছে সংশ্লিষ্ট মহল। আর সেই রেশ ধরেই আগামিদিনে ‘বিকশিত ভারত’ গড়ে তোলার স্বপ্ন দেখিয়েছেন মোদী।

বাণিজ্য গোষ্ঠী কনফেডারেশন অফ ইন্ডিয়ান ইন্ডাস্ট্রির (সিআইআই) ডিরেক্টর জেনারেল চন্দ্রজিৎ বন্দ্যোপাধ্যায় বলেছেন, 'তৃতীয় ত্রৈমাসিকে (আগের বছরের থেকে) জোরদার আর্থিক বৃদ্ধি হয়েছে দেখে উৎসাহী হয়ে উঠেছে শিল্পমহল। যতটা আশা করা হয়েছিল, তার থেকেও ভালো ফল মিলেছে। আর একাধিক ভূ-রাজনৈতিক সংঘাত সত্ত্বেও যেভাবে আর্থিক বৃদ্ধি হয়েছে, সেটা সবথেকে স্বস্তিদায়ক।'

সেইসঙ্গে তিনি দাবি করেছেন যে সার্বিক সংস্কার এবং ব্যবসা করার পরিবেশ আরও অনুকূল হয়ে ওঠার সুবাদে ভারতীয় অর্থনীতির গ্রাফ উপরের দিকে আছে। তাঁর কথায়, ‘সেই বিষয়টাই আমাদের আত্মবিশ্বাসী করে তুলেছে যে মধ্যবর্তী মেয়াদে ভারতের আর্থিক বৃদ্ধির হার সাত শতাংশের বেশি হবে।’ একইসুরে অ্যাসোচেমের সেক্রেটারি জেনারেল দীপক সুদ জানিয়েছেন, তৃতীয় ত্রৈমাসিকে যে হারে আর্থিক বৃদ্ধি হয়েছে ভারতের, তা সত্যিই প্রশংসনীয়। আর সেটার ক্ষেত্রে বড় অবদান আছে উৎপাদন ক্ষেত্রের।

আরও পড়ুন: Free electricity scheme: ফ্রি'তে ৩৬০০ ইউনিট বিদ্যুৎ তো পাবেন, লাভ হবে আরও ১৫,০০০ টাকা- নয়া প্রকল্প মোদীর

সেই রেশ ধরেই ‘বিকশিত ভারত’-র স্বপ্নের জাল বুনেছেন প্রধানমন্ত্রী। জাতীয় পরিসংখ্যান কার্যালয়ের তরফে ভারতের আর্থিক বৃদ্ধির হারের তথ্য প্রকাশ করে মোদী বলেন, ‘২০২৩-২৪ অর্থবর্ষের তৃতীয় ত্রৈমাসিকে ৮.৪ শতাংশ হারে জিডিপি যে বেড়েছে, তা ভারতের অর্থনীতির শক্তি এবং সম্ভাবনা তুলে ধরেছে। আমরা যে চেষ্টা চালাচ্ছি, সেটার সুবাদে দ্রুত আর্থিক বৃদ্ধি হতে থাকতে ভারতে। যা ১৪০ কোটি ভারতীয়ের জীবনের মান আরও ভালো করে তুলবে এবং বিকশিত ভারত গড়ে তুলবে।’

আরও পড়ুন: Indians Spending less on food: খাবারে খরচ কমছে ভারতীয়দের, ব্যয় বাড়ছে পরিষেবা ও অন্যান্য সামগ্রী কিনতে, দাবি রিপোর্টে

পরবর্তী খবর

Latest News

সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল SSCর ২৬ হাজার চাকরি বাতিল মামলার শুনানি ইমার্জেন্সির মুক্তি জটের মাঝেই বাড়ি বেচলেন কঙ্গনা, টাকার দরকার BJP সাংসদের? রেললাইনের উপর সিমেন্টের বিরাট ব্লক, ছুটে আসছিল মালগাড়ি…পুজোর আগে নাশকতার ছক? ‘সারা রাত মৃতদেহ ঝুলেছিল, ৮ ঘণ্টা পরে..’, ছাত্র মৃত্যুতে ফুঁসছে IIT গুয়াহাটি ‘আমি পাগল নই যে রেপ-কে সমর্থন করব…আপনাদের চিকিৎসা দরকার’, ট্রোলারদের পালটা ডোনা সন্দীপের হাজিরাকে ঘিরে বিক্ষোভে উত্তাল আলিপুর আদালত, দেখানো হল হাওয়াই চটি ভিজে ঘাস তুলে মাঠ মেরামতির চেষ্টা ব্যর্থ, ভেস্তে গেল AFG vs NZ ২য় দিনের খেলাও ‘ভিনেশ, পুনিয়াদের নিয়ে কোনও মন্তব্য নয়’ ব্রিজভূষণকে সতর্ক করল বিজেপি দুর্গাপুজোর সময় আন্দোলন–পথসভা করার সিদ্ধান্ত বিজেপির, শহর থেকে গ্রামে চলবে বীরভূমের খোয়াই রক্ষায় কড়া পদক্ষেপ, কাঁটা তার দিয়ে ঘেরার পরিকল্পনা বন বিভাগের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.