বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Mobile smuggling: এবার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস! বাংলাদেশে মোবাইল পাচারের আগেই ধৃত ২

Mobile smuggling: এবার আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রের পর্দাফাঁস! বাংলাদেশে মোবাইল পাচারের আগেই ধৃত ২

ধৃত ২ মোবাইল পাচারকারীসহ উদ্ধার হওয়া মোবাইল। নিজস্ব ছবি।

জানা গিয়েছে, ধৃত ২ জন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মোবাইল সংগ্রহ করত। ট্রেনে, বাসে প্রায়ই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানতে পেরেছে, সেই সমস্ত ছিনতাই হওয়া মোবাইল ছোটখাটো চোরদের কাছ থেকে সংগ্রহ করত এই দুজন। 

চুরি হয়ে যাওয়া মোবাইল কাঁটাতার পেরিয়ে পাচার হয়ে যেত বাংলাদেশে। দীর্ঘদিন ধরেই চলছিল এই পাচার চক্র। অবশেষে আন্তর্জাতিক মোবাইল পাচার চক্রে দুজনকে হাতেনাতে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ। ধৃত দুজনের নাম খুরশিদ আলম সর্দার ওরফে সফিকুল ও বাপন লস্কর। তাদের ব্যাগে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে ৮৭ টি দামি মোবাইল।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত দুজন জীবনতলা থানা এলাকার বাসিন্দা। তারা অনেকদিন ধরেই পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গা থেকে চুরি হয়ে যাওয়া মোবাইল বাংলাদেশে পাচার করছিল। গোপন সূত্রে খবর পেয়ে গতকাল সোনারপুর থানার পুলিশ তেমাথা মোড়ের কাছে হানা দেয়। পুলিশ সেখান থেকে মোবাইল সহ ওই দুজনকে গ্রেফতার করেছে।

জানা গিয়েছে, ধৃত ২ জন পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা থেকে মোবাইল সংগ্রহ করত। ট্রেনে, বাসে প্রায়ই মোবাইল ছিনতাইয়ের ঘটনা ঘটে। পুলিশ জানতে পেরেছে, সেই সমস্ত ছিনতাই হওয়া মোবাইল ছোটখাটো চোরদের কাছ থেকে সংগ্রহ করত এই দুজন। এরপর ভারতের গণ্ডি পেরিয়ে তা বাংলাদেশ পাচার করত তারা সে ক্ষেত্রে পুলিশ যাতে মোবাইল উদ্ধার করতে না পারে সেই কারণেই এই পন্থা অবলম্বন করেছিল তারা। মূলত নামি ব্র্যান্ডের দামি মোবাইল হলেই সেগুলি বাংলাদেশ প্রচার করা হত বলে জানতে পেরেছে পুলিশ। ধৃতদের আজ আদালতে তোলা হয়েছে। পুলিশের অনুমান, এই ঘটনার সঙ্গে আরও অনেকেই জড়িত রয়েছে। এ কারণে তাদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছে। তাদের বিরুদ্ধে ৩৭৯, ৪১১, ৪১৩, ৪১৪ ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

বন্ধ করুন