বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Anubrata Mondal case: বিচারককে হুমকি চিঠির অভিযোগে গ্রেফতার আইনজীবী, ‘ফাঁসানো হয়েছে’ দাবি পরিবারের

Anubrata Mondal case: বিচারককে হুমকি চিঠির অভিযোগে গ্রেফতার আইনজীবী, ‘ফাঁসানো হয়েছে’ দাবি পরিবারের

গ্রেফতার আইনজীবী। প্রতীকী ছবি

সোমবার গভীর রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বর্ধমান পুলিশের সহযোগিতায় সুদীপ্ত রায়ের বর্ধমান শহরের বড়নীলপুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ।

আসানসোলের সিবিআই আদালতের বিচারককে হুমকি চিঠির অভিযোগে বর্ধমান আদালতের এক আইনজীবীকে গ্রেফতার করল পুলিশ। ধৃত আইনজীবীর নাম সুদীপ্ত রায়। গতকাল রাতে পূর্ব বর্ধমানের বাড়ি থেকে তাকে গ্রেফতার করেছে পুলিশ। একই সঙ্গে দীপক মুহুরী নামে তার এক সহযোগীকেও মেমারীর চেনুই গ্রাম থেকে আটক করেছে। গ্রেফতারের পর গভীর রাত অবধি আইনজীবীর বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও আইনজীবীর পরিবারের দাবি তাকে ফাঁসানো হয়েছে।

গত ২০ আগস্ট আসানসোল সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। চিঠিতে জানানো হয়েছিল, বীরভূমের তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে জামিন না দিলে বিচারকের পরিবারকে গাঁজা কেসে ফাঁসানো হবে। সেই চিঠিকে ঘিরে তোলপাড় হয়ে ওঠে রাজ্য রাজনীতি। বিরোধীরা অনুব্রতর দিকেই অভিযোগের আঙুল তোলেন। অনুব্রত সমস্ত অভিযোগ অস্বীকার করে খোদ এই ঘটনায় সিবিআই তদন্ত চেয়েছিলেন। এরপরে সুপ্রিম কোর্টের দারস্ত হয়েছিল বিজেপি।

চিঠিতে প্রেরক হিসেবে বর্ধমানের এক্সিকিউটিভ আদালতের আপার ডিভিশন ক্লার্ক বাপ্পা চট্টোপাধ্যায়ের নাম ও সই ছিল। যদিও তিনি প্রথম থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছেন। এই ঘটনায় গত বৃহস্পতিবার বাপ্পাকে জিজ্ঞাসাবাদ করে আসানসোল পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদ করার পরেই সুদীপ্ত রায়ের নাম জানতে পারে। বাপ্পা অভিযোগ করেছিলেন, সুদীপ্ত রায় নামে ওই আইনজীবী হুমকি দিয়ে তাকে বলেছিলেন, ‘তোর চাকরি খাব’।

তিনি দাবি করেছিলেন, এই হুমকি চিঠির পিছনে সুদীপ্তর হাত রয়েছে। এরপর সোমবার গভীর রাতে আসানসোল দক্ষিণ থানার পুলিশ বর্ধমান পুলিশের সহযোগিতায় সুদীপ্ত রায়ের বর্ধমান শহরের বড়নীলপুরের বাড়িতে হানা দিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারের পর দীর্ঘক্ষণ তার বাড়িতে তল্লাশি চালায় পুলিশ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন সুদীপ্তর মা অর্চনা রায়। তার দাবি, তার ছেলেকে ফাঁসানো হয়েছে। প্রয়োজনে তিনি হাইকোর্টে যাবেন বলেও জানিয়েছেন।

বন্ধ করুন