দুই বান্ধবীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। বাড়ির পাশে একটি জঙ্গলের গাছের ডালে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তাদের ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। ঘটনাটি হাওড়ার আমতার মুক্তির চক এলাকার। বান্ধবীর দেহ উদ্ধার হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। মৃত দুই বান্ধবীর নাম বৈশাখী পোল্লে এবং কুহেলি মাইতি। কী কারণে এই ঘটনা ঘটল তা কেউ বুঝে উঠতে পারছে না। দুজনে আত্মঘাতী হয়েছেন নাকি এর পিছনে অন্য কোনও রহস্য রয়েছে তা খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আমতার পিতাম্বর হাইস্কুলের একাদশ শ্রেণির পড়ুয়া কুহেলি এবং বৈশাখী। সোমবার স্কুলে যাওয়ার পর আর তারা ঘরে ফেরেনি। বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজির পরেও দুজনের সন্ধান না মেলায় থানায় নিখোঁজের ডায়েরি করেন পরিবারের সদস্যরা। অবশেষে গতকাল সকালে বাড়ি থেকে কয়েকশো মিটার দূরে জঙ্গলের মধ্যে একটি গাছের ডালে গলায় ফাঁস লাগিয়ে তাদের ঝুলতে দেখেন এলাকার মানুষজন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানিয়েছেন, ছোটবেলা থেকেই বৈশাখী এবং কুহেলি অভিন্ন হৃদয়ের বন্ধু ছিল। স্কুলে যাওয়া থেকে শুরু করে পড়াশোনা, খেলাধুলো, পাড়ায় ঘুরে বেড়ানো সবকিছুতেই তাদের একসঙ্গে থাকতে দেখা যেত। সোমবারও তারা একসঙ্গে স্কুলে গিয়েছিল। তারপর বিকেল গড়িয়ে সন্ধ্যা হওয়ার পরেও বাড়ি না ফেরায় চিন্তিত হয়ে পড়েন তাদের পরিবারের সদস্যরা। বৈশাখীর মোবাইলে ফোন করে যোগাযোগের চেষ্টা করে তার পরিবারের লোকজন। কিন্তু কোনও খোঁজ পাওয়া যায়নি। পরিবারের দাবি, তাদের মধ্যে কোনও ঝামেলা ছিল না। তারা দুজনেই খুব ভালো বন্ধু ছিল। তারপরেও কেন এই ধরনের ঘটনা তা বুঝে উঠতে পারছেন না কেউই। পুরো বিষয়টি খতিয়ে দেখছে আমতা থানার পুলিশ।