পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য ঘুষ নিতে গিয়ে দুর্নীতিদমন শাখার আধিকারিকদের হাতে ধরা পড়লেন এক পুলিশ আধিকারিক। দুর্গাদাস মুখোপাধ্যায় নামে ওই আধিকারিক কুলটি থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত। বৃহস্পতিবার আসানসোলের একটি লজ থেকে তাঁকে গ্রেফতার করেন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়।
পুলিশ সূত্রে খবর, পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য দুর্গাদাসবাবু সাধারণ মানুষের কাছ থেকে ২ হাজার টাকা করে ঘুষ নিচ্ছেন বলে দুর্নীতিদমন শাখায় অভিযোগ জানান এক ব্যক্তি। অভিযোগ পেয়ে বুধবার আসানসোলে পৌঁছন দুর্নীতিদমন শাখার আধিকারিকরা। তাঁদের আসানসোলের ইভিনিং লজে ডেকে পাঠান ওই আধিকারিক। সেখানে নথিপত্র খতিয়ে দেখে ২ হাজার টাকা দাবি করেন তিনি। টাকা বার করে দুর্গাদাসবাবুর হাতে দেন দুর্নীতিদমন শাখার এক আধিকারিক। অন্য জন তাঁর হাত চেপে ধরেন। পরিয়ে দেন হাতকড়া।
ঘটনার আকস্মিকতা কাটিয়ে উঠে ঘুষ নেওয়ার কথা অস্বীকার করতে থাকেন তিনি। ততক্ষণে গোপন ক্যামেরায় রেকর্ড হয়ে গিয়েছে সমস্ত ছবি। এর পর অভিযুক্তকে নিয়ে কলকাতায় ফেরের আধিকারিকরা। শুক্রবার তাঁকে আদালতে পেশ করা হয়।
পুলিশ মহল সূত্রে জানা গিয়েছে, ঘুষখোর আধিকারিক হিসাবে এলাকায় বেশ নামডাক ছিল দুর্গাদাস মুখোপাখ্যায়ের। সম্প্রতি এলাকার এক প্রভাবশালী ব্যক্তির কাছে পাসপোর্ট ভেরিফিকেশনের জন্য টাকা চেয়ে বসেন তিনি। সেটাই কাল হল এই আধিকারিকের। ওদিকে ঘটনার পর থেকে সাংবাদিকদের ফোন ধরা বন্ধ করে দিয়েছেন আসানসোল দুর্গাপুরের পুলিশ কমিশনার অজয় ঠাকুর।