বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Police Officer on Cutmoney: ‘জিন্দেগি বেওয়াফা হ্যায়…’, ফেসবুকে পোস্ট কাটমানি নিয়ে মুখ খোলা বড়ঞাঁ থানার OC

Police Officer on Cutmoney: ‘জিন্দেগি বেওয়াফা হ্যায়…’, ফেসবুকে পোস্ট কাটমানি নিয়ে মুখ খোলা বড়ঞাঁ থানার OC

বড়ঞার ওসি সন্দীপ সেন। ছবি - গুগল

ওসি নিজে শো কজের জবাব নিয়ে মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছে, তিনি জবাবে লিখেছেন, কয়েকদিন আগে এলাকার একটি ভাঙা রাস্তা নিয়ে তাঁকে স্মারকলিপি জমা দেওয়া হয়েছিল। সেই এলাকাতেই কালীপুজোর উদ্বোধনে গিয়ে উন্নয়ন নিয়ে পরামর্শ দেন তিনি।

কাটমানি নিয়ে প্রকাশ্যে মন্তব্য করে বিতর্কে জড়িয়েছিলেন বড়ঞাঁ থানার ওসি সন্দীপ সেন। এই ঘটনায় তাঁকে শো কজ নোটিশও পাঠিয়েছিলেন পুলিশ সুপার। সেই শো কজের জবাবও দিয়েছেন ওসি। ওসি নিজে শো কজের জবাব নিয়ে মুখ না খুললেও সূত্র মারফত জানা গিয়েছে, তিনি জবাবে লিখেছেন, কয়েকদিন আগে এলাকার একটি ভাঙা রাস্তা নিয়ে তাঁকে স্মারকলিপি জমা দেন সহড়া এলাকার বাসিন্দারা। সেই এলাকাতেই কালীপুজোর উদ্বোধনে এসে উন্নয়নের কাজ বুঝে নিতে পরামর্শ দেন তিনি। গ্রামবাসীদের দেওয়া সেই স্মারকলিপিক কপিও পুলিশ সুপারকে পাঠিয়েছেন তিনি। এরপরই বৃহস্পতিবার রাতে নিজের ফেসবুক পেজে ‘মুকদ্দর কা সিকন্দর’ সিনেমার জনপ্রিয় গান পোস্ট করেন। সংক্ষিপ্ত ভিডিয়োতে গানের এই অংশটি ছিল – ‘জিন্দেগি তো বেওয়াফা হ্যায়, এক দিন ঠুকরায়েগি’।

সম্প্রতি কালীপুজোর এক অনুষ্ঠানে সন্দীপবাবুকে বলতে শোনা যায়, ‘১০০ টাকায় ৪০ টাকা লস করে রাস্তা তৈরি করবে। নিজে খাবে ২০ টাকা। তাহলে হাতে থাকল ৬০ শতাংশ। ব্লক অফিসে দেবে ৪ শতাংশ। আগের ওসিদের দিতে হত ৫ শতাংশ। আর হ্যাঁ খ্যাকশিয়াল আর তার বাচ্চাদের দেবে ৫ শতাংশ। সব মিলিয়ে ৭৫ শতাংশ ধরলাম। ২৫ শতাংশ টাকায় এলাকায় ঘণ্টা উন্নয়ন হবে। তুমি খাও বা না খাও, যেটা করেছো সেটা প্রকৃত ভাবে করো। আমাদের সরকার প্রকৃত উন্নয়ন চায়।’ 

তাঁর এই মন্তব্যের প্রেক্ষিতেই শো কজের চিঠি পাঠানো হয় ওসিকে। কেন তিনি প্রকাশ্যে এই কথা বলেছেন তা জানাতে নির্দেশ দিয়েছেন পুলিশ সুপার কে শবরী রাজকুমার। এদিকে তৃণমূলের তরফে অভিযোগ করা হয়, নিজেকে বিডিও ভাবছেন ওসি। তাঁর বক্তব্যে দলের ভাবমূর্তি নষ্ট হচ্ছে। উনি বিজেপি নেতাদের সঙ্গে ঘোরাঘুরি করছেন। 

বন্ধ করুন