কয়লাপাচার কাণ্ডের তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারপরেও বীরভূমে অব্যাহত রয়েছে কয়লাপাচার। গত দুই দিনে বীরভূমের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে অবৈধ কয়লা বোঝাই ৩টি ট্রাক আটক করল পুলিশ। উদ্ধার হওয়া কয়লার মোট পরিমাণ ৬৫ টন। প্রাথমিকভাবে পুলিশের অনুমান, উদ্ধার হওয়া কয়লা পাচারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। এই কয়লা অবৈধভাবে মজুদ রাখা হয়েছিল। ঘটনায় মোট ৬ জন গ্রেফতার হয়েছে।
TMC নেতার ভাইয়ের গুদাম থেকে উদ্ধার অবৈধ কয়লা!
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত সোম এবং মঙ্গলবার জাতীয় ও রাজ্য সড়কে অভিযান চালিয়ে এই পরিমাণ কয়লা উদ্ধার হয়েছে। তিনটি ট্রাক মিলিয়ে মোট কয়লার পরিমাণ ৬৫ টন। প্রথমে গত সোমবার অভিযান চালিয়ে দুটি কয়লা ভর্তি ট্রাক আটক করে পুলিশ। ওই ট্রাকের চালক এবং খালাসিদের গ্রেফতার করা হয়। এরপর গতকাল মঙ্গলবার পুলিশ আরও একটি ট্রাক-সহ চালক এবং খালাসিকে গ্রেফতার করেছে। ধৃতদের আজ দুবরাজপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, বীরভূমের বিভিন্ন জায়গা থেকে কয়লা উদ্ধার হচ্ছে। ট্রাক থেকে যেমন কয়লা উদ্ধার আছে তেমনি অবৈধভাবে মজুত রাখা কয়লা গুদাম থেকেও উদ্ধার হচ্ছে। কিছুদিন আগে অবৈধ কয়লা ভর্তি ট্রাক আটক করেছিল দুবরাজপুর থানার পুলিশ। ফের কয়লা উদ্ধারের ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। এই পরিমাণ কয়লা কোথা থেকে নিয়ে আসা হয়েছিল? কারা এর সঙ্গে যুক্ত? কোথায় তা পাচার করার কথা ছিল? তা সবই খতিয়ে দেখছে পুলিশ।