গোবিন্দার সঙ্গে তাঁর বোনপো ক্রুষ্ণা অভিষেকের ঠাণ্ডা লড়াইয়ের খবর কারুর অজানা নয়। প্রায় ৬ বছর ধরে মুখ দেখাদেখি বন্ধ ছিল মামা-ভাগ্নের। কিন্তু সব ঝামেলা দূরে রেখে কৃষ্ণা অভিষেকের বোন আরতি সিংয়ের বিয়ের আসরে হাজির গোবিন্দা। ব্যবসায়ী দীপক চৌহানের সঙ্গে বৃহস্পতিবার রাতে সাত পাক ঘুরলেন বিগ বস খ্যাত অভিনেত্রী। আর ভাগ্নি ও জামাইকে দু-হাত ভরে আর্শীবাদ দিতে এদিন হাসিমুখে পৌঁছেছিলেন গোবিন্দা। কাশ্মীরা-ক্রুষ্ণা আগেই জানিয়েছিলেন, তাঁদের ঝামেলার কারণে আরতি যেন মামার আর্শীবাদ থেকে বঞ্চিত না হয়, কথা রাখলেন গোবিন্দা। আরও পড়ুন-‘বাবার মতো’ মিঠুনকে ‘গদ্দার’ তকমা মমতার! দলনেত্রীর মন্তব্যে কী প্রতিক্রিয়া দেবের?
আরতির বিয়েতে হাজির গোবিন্দা
আরতির বিয়েতে গোবিন্দাকে দেখে অবাক হয়েছেন অনুরাগীরা। ভিতরে ঢোকার আগে বাইরে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দিলেন বলিউডের অরিজিন্যাল ‘হিরো নম্বর ১’। এদিন অভিনেতাকে কালো বন্ধগলায় সপ্রতিভ দেখাচ্ছিল। বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার পর ইনস্ট্যান্ট বলিউডকে তিনি বলেন, 'ঈশ্বরের কাছে আমি আরতির সুখী জীবনের মঙ্গল কামনা করি এবং ঈশ্বর তাকে খারাপ নজর থেকে রক্ষা করুন।
কৃষ্ণা ও কাশ্মীরা উচ্ছ্বসিত
বোনের বিয়েতে গোবিন্দের উপস্থিতি ঘিরে খুশি কৃষ্ণা ও তাঁর স্ত্রী কাশ্মীরা শাহ। কাশ্মীরিরা জানান তিনি 'খুব খুশি' যে অভিনেতা এই বিয়েতে অংশ নিয়েছেন এবং কাশ্মীরা বলেন, ‘দুই সন্তান’ (আরতি ও তাঁর স্বামী)কে প্রাণ ভরে আশীর্বাদ করেছেন গোবিন্দা। ক্রুষ্ণা আরও বলেন, ‘মামা এসেছেন জেনে আমি খুব খুশি। আমাদের একটা ইমোশনাল কানেকশন আছে, সেটা হৃদয়ের সঙ্গে সম্পর্কিত’।
কোথায় ঝামেলা শুরু?
‘টাকা নিয়ে মঞ্চে নাচার লোকজন’, ২০১৮ সালে কাশ্মীরা শাহ-র করা একটি বিতর্কিত টুইটই ভাঙন ধরিয়ে দেয় মামা-ভাগ্নের সম্পর্কে। এই পোস্ট তাঁদের হেঁয় করতেই করা হয় বিশ্বাস গোবিন্দা এবং তাঁর স্ত্রী সুনীতার। ক্রুষ্ণা ভুল বোঝাবুঝি মেটানোর ব্যর্থ চেষ্টা করেছিলেন। কিন্তু বউ আর মামিমার মান-অভিমান পর্ব মেটেনি।
এরপর কখনও ক্রুষ্ণার বিরুদ্ধে ‘ভাবমূর্তি নষ্ট’-এর অভিযোগ এনেছেন গোবিন্দা তো কখনও নায়কের স্ত্রীর প্রকাশ্যে ক্ষোভ উগরে ক্রুষ্ণার ক্ষমা প্রার্থনা ও কান্নাকে ‘লোক দেখানো’ বলেছেন। তবে অতীতের যাবতীয় তিক্ততা ভুলে রক্তের টানে আরতির বিয়েতে হাজির গোবিন্দা। কিন্তু দেখা মেলেনি তাঁর স্ত্রী কিংবা দুই সন্তানের।
আরতিকে শুভেচ্ছা বৌদি কাশ্মীরার
বিয়ের আগে বৌদি কাশ্মীরা ইনস্টাগ্রামে ননদ আরতির সঙ্গে একটি রিল শেয়ার করে লেখেন, ‘আমরা সবসময় তোমার পরিবার থাকব আরতি এবং আমরা দীপককে এই পরিবারে স্বাগত জানাই। তাকে বলতে ভুলো না যে আমি যাদের ভালবাসি তাদের নিয়ে অধিকারবোধও দেখাই এবং তুমি আমার জীবনের একটি বিশাল অংশ। তোমার নতুন জীবন এবং যাত্রার জন্য শুভকামনা। তোমার দাদা এবং আমি সবসময় তোমার সাথে আছি, এখন এবং চিরকালের জন্য’।
বিয়ে মিটতে রিসেপশন ভেন্যুর বাইরে নবদম্পতি হিসেবে ছবি তোলেন আরতি ও দীপক। পাপারাজ্জিদের জন্য পোজ দেওয়ার সময় আরতি তার স্বামীকে জড়িয়ে ধরেন। কপিল শর্মা, বিপাশা বসু, করণ সিং গ্রোভার, সুনীল গ্রোভার, দেবলীনা, যুবিকা চৌধুরি এবং অর্চনা পুরান সিংয়ের মতো সেলিব্রিটিরা হাজির ছিলেন নবদম্পতিকে শুভেচ্ছা জানাতে।