কবি সুভাষ থেকে দক্ষিণেশ্বর পর্যন্ত মেট্রো পরিষেবা অবিচ্ছিন্ন রাখতে দক্ষিণেশ্বরে প্লাটফর্ম সম্প্রসারণের প্রয়োজন। প্ল্যাটফর্ম সম্প্রসারণের জমি জন্য ইতিমধ্যেই রাজ্যের দ্বারস্থ হয়েছে মেট্রো কর্তৃপক্ষ। এই সম্প্রসারণের কাজের জন্য ভাঙতে হবে স্কাইওয়াকের একাংশ। তা নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তাঁর অভিযোগ, তৈরির সময় মেট্রোর কাছে অনুমতি নেওয়া সত্ত্বেও এখন বলা হচ্ছে একাংশ ভাঙতে হবে।
এদিন পুরমন্ত্রী বলেন, 'আমরা নক্সা জমা দিয়ে তাদের অনুমোদন নিয়েই করেছিলাম। এখন বলছে স্কাইওয়াকের একাংশ ভাঙতে হবে।' শনিবার তিনি কেন্দ্রের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে বলেন,'তুঘলঘি কারবার হচ্ছে নাকি মোদী সরকারের?'
পড়ুন। চাঁদে দাগ থাকতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায়ে নেই,’ অনুরাগকে বার্তা ববির
প্রসঙ্গত, কবি সুভাষ থেকে দমদম পর্যন্ত ২৮৮টি মেট্রো চলে। কিন্তু দক্ষিণেশ্বর পর্যন্ত চলে ১৭৮টি। কারণ দক্ষিণেশ্বরে প্ল্যাটফর্মে ঢোকার আগে লাইন বদল করতে হয়। এই সমস্যা দূর করতে লাইন বাড়ানো দরকার। কিন্তু তার জন্য স্কাইওয়াকের একাংশ ভেঙে দিতে হবে। ইতিমধ্যে মেট্রো কর্তৃপক্ষ পুর দফতরের কাছে বিষয়টি রেখেছে।
তা নিয়ে ক্ষুব্ধ মন্ত্রী। তিনি বলেন,'মেট্রোর কাছ থেকে কাজ করার জন্য নো-অবজেকশন নেওয়া হয়েছে। তাদের কাছে জানতে চাওয়া হয়েছিল কোথায়, কী আছে। সেই নক্সার সঙ্গে আমাদের নক্সা মিলিয়ে বিপুল টাকা খরচ করে ওটা তৈরি করা হয়েছে। এখন বলছে স্কাইওয়াক ভেঙে দাও। আমাদের একটা সৃষ্টি, সেটা ভেঙে দেব?'
ক্ষুব্ধ পুরমন্ত্রী বলেন, 'আগে বললে আমরা সেই ভাবেই কাজ করতাম। আর এখন ওখানে জায়গা নেই। কাজ করলে রাস্তা বন্ধ হয়ে যাবে। মেট্রো যা প্ল্যান দিয়েছে তাতে দক্ষিণশ্বের রাস্তায় ঢোকা যাবে না। রামকৃষ্ণের একটা ঐতিহ্য সেটা নষ্ট করে দেব।'
শুক্রবার মেট্রো কর্তৃপক্ষের সঙ্গে এ নিয়ে একটি বৈঠক হয় রাজ্য সরকারের। বৈঠক শেষে এই প্রসঙ্গে কলকাতা মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয়কুমার রেড্ডি বলেন, ‘দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের প্ল্যাটফর্মকে আরও ৯০ মিটার বাড়িয়ে দেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। স্টেশনটি এলিভেটেড হওয়ার জন্য আমাদের পিলার বসিয়ে তার উপর প্ল্যাটফর্মের সম্প্রসারণ করতে হবে। তবে তার জন্য আমাদের কিছুটা জমি লাগবে। আমরা রাজ্য সরকারের কাছে সেই জমি চেয়ে আবেদন করেছি।’ (বিস্তারিত পড়ুন। দক্ষিণেশ্বরে প্ল্যাটফর্ম সম্প্রসারণে জমির প্রয়োজন, রাজ্য সরকারের দুয়ারে মেট্রো)