বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Viswa Bharati: রাষ্ট্রপতি সফরের প্রাক্কালে বিপাকে বিশ্বভারতী, শান্তিনিকেতনে কি অশান্তি?

Viswa Bharati: রাষ্ট্রপতি সফরের প্রাক্কালে বিপাকে বিশ্বভারতী, শান্তিনিকেতনে কি অশান্তি?

এই অবস্থা গান্ধী মূর্তির।

তবে রাষ্ট্রপতির আসার আগে তা এএসআইকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়। একই অবস্থা গান্ধী মূর্তিরও। আগে রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দ কলাভবনে এসে গান্ধীমূর্তির ভগ্নদশা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি কর্তৃপক্ষকে সংস্কার করার নির্দেশ দিয়েছিলেন। ‌সেই নির্দেশও কার্যকর করা হয়নি বলে কলাভবনের অন্দরের খবর।

আগামী ২৮ মার্চ শান্তিনিকেতনে আসছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সমাবর্তন অনুষ্ঠান শেষে তাঁর কলাভবন, রবীন্দ্রভবন পরিদর্শন করার কথা। কিন্তু রাষ্ট্রপতি সফরের আগে আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া (এএসআই) এবং কলাভবনের টানাপোড়েনে থমকে গিয়েছে ঐতিহ্যবাহী কালোবাড়ি সংস্কারের কাজ। ভগ্ন অবস্থায় পড়ে রামকিঙ্কর বেইজ নির্মিত গান্ধী মূর্তিও। এই খবর প্রকাশ্যে আসতেই তুমুল আলোড়ন পড়ে গিয়েছে বিশ্বভারতীতে। শান্তিনিকেতন প্রাঙ্গণে যেন অশান্তির বাতাবরণ।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ হাতে সময় বলতে মাত্র তিনদিন। সেখানে কলাভবন প্রাঙ্গণে আচার্য নন্দলাল বসু এবং রামকিঙ্কর বেইজের মূল্যবান ভাস্কর্য ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। এই দুই প্রাণপুরুষের যৌথ উদ্যোগে ১৯৩৪ সালে মাটি, আলকাতরা–সহ অন্যান্য মৌলিক উপাদান দিয়ে তৈরি হয় ঐতিহ্যবাহী কালোবাড়ি। যা রক্ষণাবেক্ষণ করত কলাভবন কর্তৃপক্ষ। কিন্তু কয়েক মাস আগে ঝড়ে গাছ পড়ে যায়, কালোবাড়ির অ্যাসবেসটসের ছাদ ক্ষতিগ্রস্ত হয়। তবে এতদিন পেরিয়ে গেলেও তা সংস্কার করেনি বিশ্বভারতী। শুধুমাত্র ত্রিপল ঢেকে দায় সারা হয়েছে। তারপরও বৃষ্টির জল ঢুকে ক্ষতি হচ্ছে ঐতিহ্যবাহী বাড়িটি। একসময় কালোবাড়িকে অন্যান্য হস্টেলের মতোই ব্যবহার করতেন ছাত্ররা। স্নাতকোত্তর স্তরের পড়ুয়ারা কালোবাড়িতে থাকার সুযোগ পেতেন। কিন্তু এখন তা অব্যবহৃত অবস্থায় পড়ে আছে। এখন রক্ষণাবেক্ষণের অভাবে ধ্বংসের দিকে এগচ্ছে ভবনটি।

আর কী জানা যাচ্ছে?‌ বিশ্বভারতীর এই ঐতিহ্যবাহী স্থাপত্য এবং ভবনগুলি সংস্কার ও রক্ষণাবেক্ষণ করে এএসআই। কিন্তু আশ্চর্যজনকভাবে সেই তালিকায় কালোবাড়ি অন্তর্ভুক্ত নেই বলে বিশ্বভারতী সূত্রে খবর। গোটা বাড়িটি মাটির তৈরি বলে কয়েক বছর আগে পর্যন্ত কলাভবনের দক্ষ অধ্যাপকরা কালোবাড়ির বিভিন্ন মূর্তি সংস্কারের কাজ নিজের হাতেই করতেন। তবে রাষ্ট্রপতির আসার আগে তা এএসআইকে দায়িত্ব দেওয়ার কথা ভাবা হয়। একই অবস্থা গান্ধী মূর্তিরও। আগে রাষ্ট্রপতি হিসেবে রামনাথ কোবিন্দ কলাভবনে এসে গান্ধীমূর্তির ভগ্নদশা দেখে ক্ষুব্ধ হয়েছিলেন। তিনি কর্তৃপক্ষকে সংস্কার করার নির্দেশ দিয়েছিলেন। ‌সেই নির্দেশও কার্যকর করা হয়নি বলে কলাভবনের অন্দরের খবর।

তাহলে এবার কী হবে?‌ রাষ্ট্রপতি কলাভবন ঘুরে দেখবেন কথাটি জানাজানি হতেই রাতের ঘুম উড়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের। উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর মৌখিক নির্দেশে ভগ্নবাড়িটির সংস্কারের কাজ শুরু করেছিল কলাভবন কর্তৃপক্ষ। সূত্রের খবর, মাঝপথে ভারপ্রাপ্ত কর্মসচিব এএসআইকে মেইল করে সংস্কারের কাজ শুরু করতে বলেন। এই অবস্থায় কাজ বন্ধ করে দেয় কলাভবন। সুতরাং এই অল্প সময়ের মধ্যে সংস্কারের কাজ সম্পূর্ণ হবে কি না সেটা নিয়ে সংশয় দেখা দিয়েছে। ভগ্নপ্রায় বাড়িটি রাষ্ট্রপতির নজরে পড়লে কর্তৃপক্ষের মুখ পুড়বে বলে মনে করা হচ্ছে। এখন দেখার বিষয়,রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর পরিদর্শনের আগে কর্তৃপক্ষ সংস্কার করতে পারে কি না।

বাংলার মুখ খবর

Latest News

নেপাল–জাকির গোষ্ঠীদ্বন্দ্ব অতীত, তৃণমূল সুপ্রিমোর বার্তায় এক যুযুধান দু’‌পক্ষ T20 WC-এর জন্য নিজের বাছাই করা একাদশে হার্দিককে রাখলেন না সেহওয়াগ,টিমে রয়েছে চমক '১২ বছর বয়সে যৌন নিগ্রহের শিকার! ভয়ে কাঁপতাম,কেউ ছিল না’, নীরবতা ভাঙলেন চূর্ণী '২৬ হাজার পরিবারের সুখ ছিনিয়ে নিল TMC-র দুর্নীতি', মোদীর মুখে SSC রায় আজকের ৮৮ আসনের ধনীতম প্রার্থীর সম্পত্তির পরিমাণে ঘুরবে মাথা! হুঙ্কারে কেঁপে উঠল আলিপুর, বিশাখাপত্তনম থেকে চিড়িয়াখানায় সাদা বাঘ আসল তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক ভারত-পাকিস্তান ম্যাচ যে স্টেডিয়ামে হবে,তার কাজ এখনও অনেকটাই বাকি,তবু আশাবাদী ICC কাজ দেয়নি দিদি,পেটের টানে মোদীর 'দেশে', মালদায় কী বলছে পরিযায়ীদের পরিবার? ‘রুসলান’-এর প্রিমিয়ারে ভাগ্নির কপালে চুমু খেলেন সলমন, মন ছুঁয়ে যাওয়া ভিডিয়ো

Latest IPL News

তাঁর প্রতি বিশ্বাস হারালে,পন্ত কী করেন- ভক্তের ভিডিয়ো দেখে উচ্ছ্বসিত DC অধিনায়ক টস জিতে ডু'প্লেসির ব্যাটিংয়ের সিদ্ধান্তে সহমত ছিলেন না- স্বীকার করলেন গ্রিন স্টার্ককে বাদ দেবে KKR? বদলে অভিষেক হবে চামিরার? বড় বদল হতে পারে PBKS-এর একাদশে স্টার্ক কিংবদন্তি, কয়েকটি ম্যাচ দেখে ওকে বিচার করা যায় না- বার্তা KKR সতীর্থের ১৪-১৫ ওভার ব্যাট করে, ১১৮ স্ট্রাইকরেট মানা যায় না- কোহলিকে ধুইয়ে দিলেন গাভাসকর টানা হাফডজন হারের পর জয়ের মুখ দেখল RCB,মার্করাম-ক্লাসেনকে ফিরিয়ে হিরো স্বপ্নিল মার্শের বদলে দিল্লি ক্যাপিটালসে আফগানিস্তানের 'পুরনো চাল', আগে কখনও IPL খেলেননি IPL 2024: লক্ষ্যে সফল, কোহলির থেকে দ্বিতীয় ব্যাট আদায় করেই ছাড়লেন নাছোড় রিঙ্কু ইডেন থেকে চিপক, হোম অ্যাডভান্টেজ কাজে লাগাতে কতটা সহায়তা করছে পিচ? 'Don't spread nonsense', মিথ্যে উদ্ধৃতির অভিযোগে এক ওয়েবসাইটকে ধুয়ে দিলেন রায়াডু

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.