সিবিআই হেফাজতে লালন শেখের রহস্যজনক মৃত্যুর ঘটনা এখনও টাটকা। এবার তার মধ্যেই হাওড়া সংশোধনাগারে অস্বাভাবিক মৃত্যু হল এক বিচারাধীন বন্দির। কীভাবে ওই বন্দির মৃত্যু হল? সেটা নিয়ে ইতিমধ্যেই উঠেছে প্রশ্ন। যদিও সংশোধনাগার কর্তৃপক্ষ দাবি করেছে, অসুস্থতার জেরেই ওই বিচারাধীন বন্দির মৃত্যু হয়েছে। আজ, বৃহস্পতিবার সকাল থেকেই এই নিয়ে শোরগোল পড়ে গিয়েছে হাওড়ায়।
ঠিক কী ঘটেছে হাওড়ায়? হাওড়া সংশোধনাগার সূত্রে খবর, মৃত বিচারাধীন বন্দির নাম শেখ নিজামুদ্দিন (৪২)। জেলের মধ্যেই তাঁর হঠাৎ মৃত্যু হয়। বুধবার ভোরে অসুস্থ হয়ে পড়েন বন্দি শেখ নিজামুদ্দিন। তখন তাঁকে জেল কর্তৃপক্ষ তড়িঘড়ি হাওড়া জেলা হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে নিয়ে গেলেও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। ওই বন্দির দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে হাওড়া থানা।
আর কী জানা যাচ্ছে? এই বিচারাধীন বন্দির জেল হেফাজতে মৃত্যুর ঘটনায় ইতিমধ্যেই ম্যাজিস্ট্র্যাট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। বন্দির জেল হেফাজতে মৃত্যু হওয়ায় একজন ম্যাজিস্ট্র্যাটের উপস্থিতিতে তাঁর দেহের ময়নাতদন্তের ভিডিয়োগ্রাফি করা হবে বলে ঠিক হয়েছে। এই ঘটনা নিয়ে হাওড়া সদরের মহকুমাশাসক তরুণ ভট্টাচার্য বলেন, ‘সংশোধনাগারে বন্দির অস্বাভাবিক মৃত্যুর রিপোর্ট পেয়েছি। এই ঘটনার ম্যাজিস্ট্র্যাট পর্যায়ের তদন্ত শুরু হয়েছে। ওই বন্দির মৃত্যু খতিয়ে দেখা হচ্ছে।’
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, মৃত বন্দির বাড়ি বাঁকড়া এলাকায়। ওই বন্দি ডাকাতির মামলায় ডোমজুড় থানার হাতে গ্রেফতার হয়েছিল। আদালতের নির্দেশে অভিযুক্তের জেল হেফাজত হয়েছিল। ওই বন্দির আত্মীয়েরা মঙ্গলবার তাঁর সঙ্গে দেখা করে গিয়েছিল। সম্প্রতি শ্বাসকষ্টজনিত অসুখে ভুগছিলেন ওই বন্দি। বুধবার অসুস্থতা বাড়ে এবং মৃত্যু হয়।