বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

চতুর্থ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক

ধৃত প্রধান শিক্ষক প্রবীর দত্ত। (মাঝখানে)

ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

চতুর্থ শ্রেণির ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার প্রধান শিক্ষক। ঘটনা পুরুলিয়ার বলরামপুরের গেরুয়া এলাকার। অভিযুক্ত প্রধানশিক্ষকের বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা রুজু করেছে পুলিশ।

চতুর্থ শ্রেণির ওই ছাত্রী গেরুয়া প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়া। অভিযোগ, সোমবার স্কুলে টিফিন চলাকালীন ক্লাসে একাই ছিল ছাত্রীটি। তখন ক্লাসে ঢুকে ছাত্রীর শরীর আপত্তিকরভাবে স্পর্শ করেন প্রধান শিক্ষক। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়ে শিশুটি। বাড়ি ফিরে হাঁপাতে থাকে সে। এর পর পরিবারের সদস্যদের সামনে সব কথা জানায়। পরিবারের সদস্যরা সঙ্গে সঙ্গে স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এব্যাপারে জানতে চান। তখন অভিযোগ অস্বীকার করে পালটা হুমকি দিতে শুরু করেন প্রধান শিক্ষক প্রবীর দত্ত। এমনকী পুলিশের কাছে না যাওয়ার জন্য হুঁশিয়ারি দেন। এর পর বলরামপুর থানার দ্বারস্থ হন তাঁরা।

ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বাড়ি থেকে প্রধান শিক্ষককে গ্রেফতার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে পেশ করা হয়। তার বিরুদ্ধে পকসো আইনের ধারায় মামলা করা হয়েছে। অভিযুক্তকে জেল হেফাজতে পাঠিয়েছেন বিচারক।

নির্যাতিতা শিশুর পরিবারের তরফে জানানো হয়েছে, স্কুলের প্রধান শিক্ষক যদি এই ধরণের কাজ করেন তাহলে মেয়েকে স্কুলে পাঠাব কী করে?

 

বন্ধ করুন