বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌এই হাসপাতালের পরিষেবার কোনও তুলনা হয় না’‌, রাজ্যের প্রশংসায় রেলমন্ত্রী

‘‌এই হাসপাতালের পরিষেবার কোনও তুলনা হয় না’‌, রাজ্যের প্রশংসায় রেলমন্ত্রী

কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

এমন অবস্থায় সাহায্য এবং উদ্ধারকাজে রাজ্য সরকার যে কাজ করল তাতে প্রশংসা করেছেন রেলমন্ত্রী।

এই রাজ্য এবং তার মুখ্যমন্ত্রীর লাগাতার সমালোচনা করে আসছেন বঙ্গ–বিজেপির নেতারা। তাঁদের দাবি, শিক্ষা থেকে স্বাস্থ্য এই রাজ্যে সব খারাপ। এই পরিস্থিতিতে কেন্দ্রীয় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব এখানের স্বাস্থ্য ব্যবস্থার ভূয়সী প্রশংসা করলেন। আর তাতে মুখ পুড়ল বঙ্গ–বিজেপির নেতাদের। কারণ ময়নাগুড়িতে ট্রেন দুর্ঘটনা হয়েছিল। তাতে বহু যাত্রী আহত। এমন অবস্থায় সাহায্য এবং উদ্ধারকাজে রাজ্য সরকার যে কাজ করল তাতে প্রশংসা করেছেন রেলমন্ত্রী। চেয়ারম্যান রেলওয়ে বোর্ড এবং উত্তর–পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজারের মাধ্যমে ভূয়সী প্রশংসা করেছেন। এমনকী প্রশংসা বার্তা পাঠিয়েছেন রাজ্য প্রশাসনের কাছে।

ঠিক কী বলেছেন রেলমন্ত্রী?‌ জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে গিয়ে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, ‘‌এই হাসপাতালের পরিষেবার কোনও তুলনা হয় না। এই হাসপাতালে চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা যেভাবে কাজ করলেন, তা দেখে আমি অভিভূত। এমন বিপর্যয়ের সময়ে যেভাবে রাজ্য সরকারের কর্মীরা সাহায্য করেছে তা দেখে আমি অভিভূত।’‌ এই মন্তব্য এখন রাজ্য সরকারের কাছে শংসাপত্র বলে মনে করা হচ্ছে।

ময়নাগুড়িতে যে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা ঘটার পর থেকে সেখানে ঝাঁপিয়ে পড়েছিল রাজ্য প্রশাসনের কর্তারা। দ্রুত আহতদের হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়াল বৈঠক থেকে খোঁজ নিয়েছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছিলেন। উদ্যোগ নিয়েছিলেন স্বয়ং। তারপরই রেলমন্ত্রী বলেন, ‘‌হাসপাতালে যে চিকিৎসা ব্যবস্থা রয়েছে তা যথেষ্ট ভালো। যে সমস্ত আহত ভর্তি আছেন তাঁরা দ্রুত সুস্থ হয়ে বাড়ি ফিরে যাবেন।’‌

কেন্দ্রীয় রেলমন্ত্রীর এই প্রশংসায় চাপে পড়ে গিয়েছেন রাজ্য বিজেপির নেতারা। তাঁদের এখন এমনিতেই গৃহযুদ্ধ চলছে। দলের ভিতরে–বাইরে অস্বস্তি এখন চরমে। তার মধ্যে রেলমন্ত্রীর মন্তব্য আরও অস্বস্তি বাড়িয়ে দিয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার দিন যেভাবে রাজ্যের একাধিক ব্লকের চিকিৎসক, স্বাস্থ্যকর্মীরা কাজ করেছেন তার প্রশংসা মিলেছে।

বন্ধ করুন