আজ, রবিবার সকালে দিঘা–কলকাতা ১১৬ নম্বর জাতীয় সড়কে বড় পথ দুর্ঘটনা ঘটল। সরকারি বাসে এসে সজোরে ধাক্কা মারল তেল ট্যাঙ্কার। তার জেরে রক্তাক্ত অবস্থায় আহত হয়েছেন প্রায় ২৭ জন। এমনকী এই পথ দুর্ঘটনার ফলে যানজট হয় জাতীয় সড়কে। এই ঘটনাটি ঘটেছে ১১৬ জাতীয় সড়কে রামতারক এলাকায়। আহতদের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। যা নিয়ে শোরগোল পড়ে গিয়েছে।
ঠিক কী ঘটেছে পূর্ব মেদিনীপুরে? আজ, রবিবার সকালে পূর্ব মেদিনীপুর জেলার শহিদ মাতঙ্গিনী ব্লকের রামতারক এলাকায় ১১৬ নম্বর জাতীয় সড়কের উপর ঠিক সিগন্যাল পয়েন্টের সামনেই মেচেদগামী দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় নিগমের একটি বাসের পিছনে একটি তেল ট্যাঙ্কার সজোরে ধাক্কা মারে। তাতে দুমড়ে–মুচড়ে গিয়েছে তেল ট্যাঙ্কার। আর মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে বাসটিও। বাসে থাকা যাত্রীরা এবং তেল ট্যাঙ্কারের চালক ও খালাসি গুরুতর আহত হন। আহতদের উদ্ধার করে তাম্রলিপ্ত গভর্নমেন্ট মেডিকেল কলেজে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে।
আর কী জানা যাচ্ছে? দু’টো গাড়িই প্রবল গতিতে ছুটছিল। তার জেরেই পথ দুর্ঘটনা ঘটে এবং প্রায় ২৭ জন যাত্রী আহত হন। এঁদের মধ্যে দিঘা ফেরত অনেক পর্যটকও ছিলেন বলে সূত্রের খবর। আহতদের মধ্যে ১৫ জনের আঘাত গুরুতর হওয়ায় তাঁদের তমলুকে তাম্রলিপ্ত মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই পথ দুর্ঘটনার জেরে ওই রাস্তায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় তমলুক এবং কোলাঘাট থানার পুলিশ। তাঁরা দু’টো গাড়ি রাস্তা থেকে সরানোর ব্যবস্থা শুরু করেছে। এলাকাবাসীদের দাবি, রামতারক এলাকায় সিগন্যাল পয়েন্টের সমস্যার জেরেই এই এলাকায় বারবার পথ দুর্ঘটনা ঘটছে।
ঠিক কী বলছেন জনপ্রতিনিধি? এই পথ দুর্ঘটনা নিয়ে সরব হন এলাকার বাসিন্দারা। এই পথ দুর্ঘটনা নিয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান উত্তম বর্মণ বলেন, ‘এই দুর্ঘটনার সময় ওখানেই মোটরবাইক নিয়ে দাঁড়িয়ে ছিলাম। রামতারক হাট বাসস্ট্যান্ডে তখন যানজট ছিল। বাসটি প্রচণ্ড গতিতে এসে ব্রেক কষে। আর ঠিক তার পিছনে থাকা তেলের ট্যাঙ্কারটি বাসে সজোরে ধাক্কা মারে। এই জায়গাটি দুর্ঘটনাপ্রবণ। তাই প্রশাসনের নজর দেওয়া উচিত।’
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup