বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Maoist: শহিদ সপ্তাহে কড়া পুলিশি নিরাপত্তা জঙ্গলমহলে, ২৯ টি থানায় হাই অ্যালার্ট

Maoist: শহিদ সপ্তাহে কড়া পুলিশি নিরাপত্তা জঙ্গলমহলে, ২৯ টি থানায় হাই অ্যালার্ট

জঙ্গলমহলে কড়া পুলিশি নিরাপত্তা। প্রতীকী ছবি (PTI) (HT_PRINT)

পুরুলিয়া, আদ্রা রেল স্টেশনেও কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ। যদিও পুরুলিয়ায় মাওবাদীদের তাণ্ডব বর্তমানে সেভাবে নেই। তবে সম্প্রতি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি এলাকায় দেখা গিয়েছে মাওবাদী পোস্টার। 

নকশাল নেতা চারু মজুমদারের ৫০ তম প্রয়াণ বার্ষিকী ও সিপিআই এর রিজিওনাল কমিটির সদস্য শিঙ্কু ওরফে চম্পাই পিঙ্গুয়ার মৃত্যু উপলক্ষ্যে মাওবাদীরা শহিদ সপ্তাহ পালন করছে। চলবে ৩ আগস্ট পর্যন্ত। শহিদ সপ্তাহ চলাকালীন মাওবাদীরা নাশকতামূলক কাজ করে থাকে। অতীতে এরকম দেখা গিয়েছে। সেই কথা মাথায় রেখেই কড়া নিরাপত্তার মোড়কে জঙ্গলমহলকে মুড়ে ফেলল পুলিশ।

জঙ্গলমহলের থানাগুলিকে নাকা চেকিং চালানোর পাশাপাশি বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি, পুরুলিয়ার ঝাড়খণ্ড লাগোয়া সুইসা, আনাড়া রেল স্টেশনে গতকাল তল্লাশি চালানো হয় ৷ পুরুলিয়া, আদ্রা রেল স্টেশনেও কুকুর দিয়ে তল্লাশি অভিযান চালায় রেল পুলিশ। যদিও পুরুলিয়ায় মাওবাদীদের তাণ্ডব বর্তমানে সেভাবে নেই। তবে সম্প্রতি পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম ও পশ্চিম মেদিনীপুর প্রভৃতি এলাকায় দেখা গিয়েছে মাওবাদী পোস্টার। এই এলাকার ২৯টি থানা এলাকায় হাই অ্যালার্ট জারি করেছে রাজ্য পুলিশ। এ বিষয়ে জেলার পুলিশ সুপার এস সেলভামুরুগন বলেন, ‘নাকা চেকিং চলছে। বিভিন্ন থানাকে সতর্ক করা হয়েছে। বাড়তি নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে।’

প্রসঙ্গত, সম্প্রতি জঙ্গলমহল সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশকে সতর্ক হতে বলেছিলেন। একইসঙ্গে মাওবাদী নিয়ে ভুয়ো খবর ছড়ানো হচ্ছে বলেই দাবি করেছিলেন। তবে অতীতে দেখা গিয়েছে মাওবাদীদের শীর্ষ নেতৃত্বের মৃত্যু দিবসে নাশকতামূলক কাজ করে থাকে মাওবাদীরা। তাই সতর্কতামূলক ব্যবস্থা হিসেবেই কড়া নিরাপত্তার চাদরে জঙ্গলমহলকে ঢেকে ফেলা হয়েছে।

বন্ধ করুন