বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains cancelled due to accident: হাওড়া-শালিমার থেকে বাতিল একাধিক ট্রেন, মালগাড়ি দুর্ঘটনায় ঘুরপথে অনেক এক্সপ্রেস
খুরদা রোড ডিভিশনে লাইনচ্যুত হয়েছে মালগাড়ি। তার জেরে হাওড়া ও শালিমার থেকে একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। ঘুরিয়ে দেওয়া হয়েছে কমপক্ষে ১৬ টি ট্রেন। কোন কোন ট্রেন বাতিল হয়েছে, কোন কোন ট্রেন অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হচ্ছে এবং কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে, তা দেখে নিন -
বাতিল ট্রেনের তালিকা
- ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস: আজ (সোমবার, ২১ নভেম্বর) ট্রেন বাতিল থাকবে।
- ১৮০৪৫ শালিমার-হায়দরাবাদ ইস্ট-কোস্ট এক্সপ্রেস: সোমবার ট্রেন বাতিল থাকবে।
- ২২৮৬৩ হাওড়া-এসএমভিটি বেঙ্গালুরু সাপ্তাহিক এসি সুপারফাস্ট এক্সপ্রেস: আজ ট্রেন বাতিল থাকবে।
- ১২০৭৩ হাওড়া-ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস: আজ ট্রেন বাতিল থাকবে।
- ১২২৭৭ হাওড়া-পুরী শতাব্দী এক্সপ্রেস: আজ ট্রেন বাতিল থাকবে।
- ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস: আজ ট্রেন বাতিল থাকবে।
- ০৮৪১২ ভুবনেশ্বর-বালাসোর স্পেশাল: আজ ট্রেন বাতিল থাকবে।
আরও পড়ুন: Odisha Train Accident: লাইনচ্যুত হয়ে স্টেশনের ওয়েটিং রুমে ঢুকে গেল ট্রেন! মৃত দুই শিশু-সহ ৩
কোন কোন ট্রেনের রুট ঘুরিয়ে দেওয়া হচ্ছে?
- ১২৮৪১ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস: আজ যে ট্রেনের যাত্রা শুরু হবে, তা অন্য রুট দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে।
- ১৫৯০৬ ডিব্রুগড়-কন্যাকুমারী বিবেক সুপারফাস্ট এক্সপ্রেস: গত শনিবার (১৯ নভেম্বর) যে ট্রেন ছেড়েছে, তা অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে।
- ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রাবাদ ফলকনুমা এক্সপ্রেস: আজ যে ট্রেন যাত্রা শুরু করেছে, তা ভিন্ন রুট দিয়ে যাবে।
- ১২৮৭৬ আনন্দবিহার-পুরী এক্সপ্রেস: রবিবার (২০ নভেম্বর) যে ট্রেন যাত্রা শুরু করেছে, সেটির রুট ঘোরানো হয়েছে।
- ২২৬০৫ পুরুলিয়া-ভিল্লুপুরম এক্সপ্রেস: আজ যে ট্রেনের যাত্রা শুরু হচ্ছে, তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- ১৮০৪৬ হায়দরাবাদ-শালিমার ইস্ট-কোস্ট এক্সপ্রেস: রবিবার হায়দরাবাদ থেকে যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা ঘুরপথে চলবে।
- ১৮৪৭৭ পুরী-যোগনগরী হৃষিকেশ এক্সপ্রেস: রবিবার যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা ঘুরপথে চালানো হচ্ছে।
- ২২৮৫২ ম্যাঙ্গালুরু-সাঁতরাগাছি এক্সপ্রেস: শনিবার যে ট্রেন ছেড়েছে, তা অন্য রুট দিয়ে ঘোরানো হচ্ছে।
- ২২৪৬১ তিরুবন্তপুরম-শালিমার এক্সপ্রেস: শনিবার যে ট্রেন যাত্রা শুরু করেছে, সেটির রুট ঘোরানো হয়েছে।
- ১২৭০৪ সেকেন্দ্রাবাদ-হাওড়া ফলকনুমা এক্সপ্রেস: রবিবার যে ট্রেন যাত্রা শুরু করেছে, তা অন্য রুট দিয়ে যাবে।
- ১২২৪৬ এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া দুরন্ত এক্সপ্রেস: রবিবার যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা ঘুরপথে চালানো হচ্ছে।
- ১২৮৬৪ এসএমভিটি বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেস: রবিবার যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা অন্য রুট দিয়ে যাবে।
- ২২৩০৫ এসএমভিটি বেঙ্গালুরু-জসিডি এক্সপ্রেস: রবিবার যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা ঘুরপথে চালানো হচ্ছে।
- ২২৮০৮ চেন্নাই-সাঁতরাগাছি এক্সপ্রেস: রবিবার যে ট্রেনের যাত্রা শুরু হয়েছে, তা অন্য রুট দিয়ে যাবে।
- ২২৮২৩ ভুবনেশ্বর-নয়াদিল্লি এক্সপ্রেস: আজ যে ট্রেনের যাত্রা শুরু হচ্ছে, তা ঘুরিয়ে দেওয়া হচ্ছে।
- ১২৮৭৫ পুরী-আনন্দবিহার এক্সপ্রেস: আজ যে ট্রেন যাত্রা শুরু হচ্ছে, সেটির রুট ঘোরানো হচ্ছে।
কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে?
- ১২০৭৪ ভুবনেশ্বর-হাওড়া জনশতাব্দী এক্সপ্রেস: যে ট্রেন আজ ছাড়ছে, তা জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত যাবে।
- ১২২৭৮ পুরী-হাওড়া শতাব্দী এক্সপ্রেস: আজ যে ট্রেনের যাত্রা শুরু হবে, সেই ট্রেন জাজপুর কেওনঝড় রোড পর্যন্ত চলবে।
- ১২৮৯১ বঙ্গীপসি-ভুবনেশ্বর এক্সপ্রেস: আজ যে ট্রেন ছা়ড়বে, তা সোরো পর্যন্ত চলবে।
- ০৮৪১১ বালাসোর-ভুবনেশ্বর স্পেশাল: আজ যে ট্রেন ছাড়বে, তা কেন্দুয়াপাড়া পর্যন্ত যাবে।
- ১৮০২১ খড়্গপুর-খুরদা রোড এক্সপ্রেস: আজ যে ট্রেন ছাড়বে, তা ভদ্রক পর্যন্ত চলবে। তারপর ভদ্রক থেকে খড়্গপুর (১৮০২২) পর্যন্ত চলবে।