বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে শিলিগুড়িকে উত্তর-পূর্বের রাজধানী করতে বলব? শংকর

আমার কি মাথা খারাপ হয়ে গেছে যে শিলিগুড়িকে উত্তর-পূর্বের রাজধানী করতে বলব? শংকর

শিলিগুড়ির বিধায়ক শংকর ঘোষ।

শংকরবাবু বলেন, ‘আমি ভুলটা কী বলেছি? মুম্বইকে দেশের অর্থনৈতিক রাজধানী বলা হয়। কলকাতাকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। তাতে বিতর্কের কী আছে?

শিলিগুড়ি নিয়ে তাঁর বক্তব্যের অপব্যাখ্যা করছে সংবাদমাধ্যমের একাংশ। শনিবার সকালে হিন্দুস্তান টাইমসকে ফোনে এমনই জানালেন শহরের বিজেপি বিধায়ক শংকর ঘোষ। এদিন তিনি দুঃখ প্রকাশ করে তিনি বলেন, আমার সঙ্গে সংবাদবাদমাধ্যমের প্রতিনিধিদের প্রতি নিয়ত যোগাযোগ থাকলেও এই বক্তব্য সম্প্রচারের আগে আমার সঙ্গে কেউ যোগাযোগ করেনি। এমনকী, সম্প্রচারের পরে কেউ প্রতিক্রিয়াও চায়নি।

শুক্রবার শিলিগুড়িতে এক অনুষ্ঠানে যোগ দিয়ে শংকরবাবু বলেন, ‘শিলিগুড়িকে উত্তরপূর্ব ভারতের শিক্ষা - সংস্কৃতি, স্বাস্থ্য ও শিল্পের রাজধানী হিসাবে গড়ে তুলতে হবে।’ হিন্দুস্তান টাইমসকে শংকরবাবু বলেন, ‘আমি ভুলটা কী বলেছি? মুম্বইকে দেশের অর্থনৈতিক রাজধানী বলা হয়। কলকাতাকে দেশের সাংস্কৃতিক রাজধানী বলা হয়ে থাকে। তাতে বিতর্কের কী আছে? শিলিগুড়িকে উত্তরপূর্বের গেটওয়ে বলা হয়। ভৌগলিক দিক থেকে দেশের সার্বভৌমত্ব রক্ষায় এই শহরের অবস্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি তো শহরের বিধায়ক হিসাবে চাইবই আমার শহরের শ্রীবৃদ্ধি হোক। বিভিন্ন ভাষা ও সংস্কৃতির মেলবন্ধন হোক। এতে বিতর্কের কী আছে?’

তিনি আরও বলেন, ‘আমি শিলিগুড়িকে উত্তরপূর্ব ভারতের রাজধানী করার দাবি তুলেছি বলে সংবাদমাধ্যমের একাংশে যে প্রচার হয়েছে তা সম্পূর্ণ বিভ্রান্তিমূলক। আমার মাথা খারাপ হয়ে যায়নি যে আমি এই ধরণের দাবি জানাব।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন