বাড়ির দরজা খুলতে দেরি হওয়ায় ধারাল অস্ত্র দিয়ে বাবা-মাকে আক্রমণের অভিযোগ ছেলের বিরুদ্ধে। ঘটনা মালদার গাজোল থানা এলাকার বহিরগাছির। অভিযুক্ত ছেলে জিল্লু রহমান পলাতক। তাঁর বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন বাবা আবদুল খালেক।
অভিযুক্তের মা মনোয়ারা বিবি জানিয়েছেন, সোমবার দরজা খুলতে একটু দেরি হওয়ায় জিল্লু এসে দরজা ধাক্কাতে থাকে। এর পর দরজা খুলতেই ধারালো অস্ত্র নিয়ে আমার ওপর আক্রমণ করে সে। আমাকে বাঁচাতে গিয়ে আহত হয়েছেন আমার স্বামী আবদুল খালেকও। দুজনেরই মাথায় আঘাত লেগেছে বলে জানা গিয়েছে। দম্পতির চিৎকারে প্রতিবেশীরা ছুটে এলে জিল্লু এলাকা ছাড়েন।
এর পর গাজোল হাসপাতালে দম্পতিকে চিকিৎসা করাতে নিয়ে যান প্রতিবেশীরা। অভিযোগ দায়ের হয় থানায়। অভিযুক্ত জিল্লুকে খুঁজছে পুলিশ। কেন সে এমন কাজ করল তা জানতে তদন্ত শুরু হয়েছে।
বাংলার মুখ খবর