বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Duare Sarkar camp in WB: পঞ্চায়েত ভোটের আগে আরও একবার ‘দুয়ারে সরকার’ শিবির করবে রাজ্য

Duare Sarkar camp in WB: পঞ্চায়েত ভোটের আগে আরও একবার ‘দুয়ারে সরকার’ শিবির করবে রাজ্য

দুয়ারে সরকারের শিবির। (ছবিটি প্রতীকী, সৌজন্য এএনআই)

পঞ্চায়েতের আগে গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের তরফে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করেছে তৃণমূল। সেখানে গিয়ে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ জানতে চাওয়া হচ্ছে দলের তরফে। মূলত ‘দুয়ারে সরকার’কে কার্যকর করতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে তৃণমূল। 

রাজ্যবাসীর জন্য সুখবর! পঞ্চায়েত ভোটের আগে আরও একবার হবে ‘দুয়ারে সরকার’ শিবির। আগামী মে মাসে পঞ্চায়েত ভোটের সম্ভাবনা রয়েছে। তার আগেই দুয়ারে সরকার শিবিরের আয়োজন করে মানুষের সমস্যার সমাধান করতে চাইছে রাজ্য। মূলত সেই লক্ষ্যেই এমনটা পরিকল্পনা নিয়েছে নবান্ন। খুব সম্ভবত মার্চের দিকে এই ‘দুয়ারে সরকার’ শিবিরের আয়োজন করা হতে পারে বলে নবান্ন সূত্রে জানা গিয়েছে।

পঞ্চায়েতের আগে গ্রামে গ্রামে গিয়ে তৃণমূলের তরফে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করেছে তৃণমূল। সেখানে গিয়ে মানুষের বিভিন্ন অভাব অভিযোগ জানতে চাওয়া হচ্ছে দলের তরফে। মূলত ‘দুয়ারে সরকার’কে কার্যকর করতে ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করছে তৃণমূল। এই কর্মসূচি আরও কিছুদিন বাড়িয়ে দেওয়া নিয়ে আলোচনা চলছে। মূলত সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ সুবিধা না পাওয়া নিয়ে অভিযোগ জানিয়েছেন অনেকেই।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকেই এই অভিযোগ জানিয়েছেন। তারপরে এ নিয়ে তথ্য সংগ্রহের জন্য ‘দিদির সুরক্ষা কবচ’ কর্মসূচি পালন করেছিল তৃণমূল। গ্রামে গ্রামে পাঠানো হয় ‘দিদির দূত’। তাঁরা যে সমস্ত অভিযোগ পেয়েছেন তাতে বিভিন্ন সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা যেমন রয়েছে তেমনি রয়েছে পানীয় জলের সমস্যা। নবান্ন সূত্রে খবর সম্ভবত মার্চের দিকে আয়োজন করা হবে দুয়ারে সরকারের শিবির। সেখানে এই সমস্যা দ্রুত সমাধানের উপর জোর দেওয়া হবে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন