ফের বন্দে ভারতকে লক্ষ্য করে পাথর ছোড়ার হল। পাথরের আঘাতে ফাটল ধরেছে জানলার কাঁচে। কে বা কারা পাথর ছুড়ল তা জানা যায়নি। তবে এই ঘটনায় আতঙ্কিত যাত্রীরা। এর আগেও বন্দে ভারতকে লক্ষ্য করে একাধিকবার পাথর ছোড়া হয়েছিল। মাঝে তা বন্ধ হয়ে গিয়েছিল। বাড়ানো হয়ছিল নজরদারিও। কিন্তু ফের পাথার ছোড়ার ঘটনায় নতুন করতে কপাল ভাঁজ পড়েছে কর্তৃপক্ষের।
রেল সূত্রে খবর, হাওড়া থেকে নিউ জলপাইগুড়ির উদ্দেশে রওনা দিয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস। ট্নেন মালদা স্টেশন ছাড়ার কিছুক্ষণ পর হঠাৎ উড়ে আসে একটি ইট। সেটি সটান গিয়ে লাগে জানলার কাঁচে। সেই সময় জানলার ধারে এক মহিলা ও দুই শিশু বসেছিল। সি এইট কোচে গিয়ে ইটটি লেগেছে।
আরও পড়ুন। শিয়ালদায় প্ল্য়াটফর্ম সম্প্রসারণ এই মাসেই, সব ট্রেন ১২ বগির কবে থেকে?
আহত হয়নি কেউ
এই ঘটনায় কেউ আহত হননি। ট্রেনের ভিতরে থাকা এক যাত্রী টিভি নাইন বাংলাকে বলেন, 'হঠাৎ একটি পাথর এসে জানলায় লাগে। কে ছুড়ল আমরা বুঝতে পারিনি। কোথা থেকে এল তাও বোঝা যায়নি। জানলার কাঁচে ভালই ফাটল ধরেছে। আমরা আতঙ্কিত।'
আরও পড়ুন। সিকিমে কবে পৌঁছবে ট্রেন? লক্ষ্যে পৌঁছতে বাকি আর ৪ ‘রান’, হাতে ওভার বাকি কত?
আরও পড়ুন। ভোটের আবহেই একাধিক প্রকল্পের তোড়জোড় রেলের, বরাত ১৫৮৬ কোটি টাকার
ফের ফিরল আতঙ্ক
রাজ্য বন্দে ভারত চালু হওয়ার পর থেকে ট্রেন লক্ষ্য করে পাথর ছোড়ার ঘটনা একাধিকবার ঘটেছে। প্রথমবার দক্ষিণ দিনাজপুরের সামসির কুমারগঞ্জে ট্রেন লক্ষ করে পাথর ছোড়া হয়। তার কিছুদিন পর বিহারের কিষাণগঞ্জ পেরিয়ে আসার সময়ও বন্দে ভারত লক্ষ্য করে পাথর ছোড়া হয়। ওই ঘটনায় ৩ নাবালককে গ্রেফতারও করা হয়। আবারও সেই ঘটনার পুনরাবৃত্তি রেল কর্তৃপক্ষের কাছে উদ্বেগের কারণ হয়ে দাঁডাল।
তবে এই পাথর ছোড়ার ঘটনায় রেল কর্তৃপক্ষের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে রেল সূত্রে জানা গিয়েছে, ফের এমন কোনও ঘটনা যাতে না ঘটে তার জন্য মালদা স্টেশনের পর থেকে নজরদারির পরিকল্পনা করা হচ্ছে।
আরও পড়ুন। তিন ইঞ্জিনিয়ারকে সাসপেন্ড করল কলকাতা পুরসভা, গার্ডেনরিচ বিপর্যয়ের জের
আরও পড়ুন। রাজ্যবাসীর মঙ্গল কামনায় কালীঘাট মন্দিরে মুখ্যমন্ত্রী, নববর্ষের প্রাক্কালে দিলেন পুজো