পঞ্চম শ্রেণির এক ছাত্রকে মেরে গাল ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠল প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এই অভিযোগ পাওয়ার পরে দেগঙ্গা থানার পুলিশ প্রধান শিক্ষককে আটক করেছে। ঘটনাটি উত্তর ২৪ পরগনার চাকলা গ্রাম পঞ্চায়েতের সুবর্ণপুর এফপি স্কুলের। ওই প্রধান শিক্ষকের নাম উত্তমকুমার দাস। এই ঘটনায় ওই প্রধান শিক্ষকের শাস্তির দাবি জানিয়েছে ছাত্রের পরিবার।
অভিযোগ, আজ স্কুলে পিটি ক্লাসের সময় পঞ্চম শ্রেণির ওই ছাত্র দুষ্টুমি করছিল। তাতেই ক্ষুব্ধ হয়ে প্রধান শিক্ষক কঞ্চি দিয়ে ওই ছাত্রকে বেধড়ক মারধর করেন। প্রধান শিক্ষকের বক্তব্য, ‘আমি বারণ করেছিলাম তারপরেও ও আমার কথা শোনেনি। ওই ছাত্রটি অন্য একজন ছাত্রকে লক্ষ্য করে আম ছুড়েছিল। সেই আম এসে আমার গায়ে লেগেছিল। তাই আমি ওকে মারধর করেছিলাম। তবে তার এরকম আঘাত লাগবে তো বুঝতে পারেনি। শিক্ষক হিসেবে আমি ঠিক কাজ করিনি।’
ছাত্রের দাবি, ‘আমার বন্ধু আম ছুড়েছিল তাই পাল্টা আমিও ওকে আম ছুড়েছিলাম। শুধু সেই কারণেই প্রধান শিক্ষক আমাকে মারধর করেছেন।’ এর আগেও তিনি বেশ কয়েকজন ছাত্রকে মারধর করেছেন বলে অভিযোগ ওই ছাত্রের। এই ঘটনায় শাস্তির দাবি তুলেছেন ওই ছাত্রের পরিবার। ছাত্রের বাবার বক্তব্য, ‘একটা ছোট বাচ্চা শুধুমাত্র আম ছুড়ে মেরেছে বলে তাকে ওই প্রধান শিক্ষক যেভাবে মেরেছে তাতে ওই শিক্ষককে যোগ্য শাস্তি দেওয়া উচিত। একজন শিক্ষক হয়ে তিনি একেবারেই উচিত কাজ করেননি। অবিলম্বে তাকে এই স্কুল থেকে সরিয়ে দেওয়া উচিত আমি চাই তাকে শাস্তি দেওয়া হোক।’