বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > অন্য যুবকের সঙ্গে ডেটে গিয়ে FB-তে ছবি দিয়েছিলেন প্রেমিকা, অবসাদে আত্মঘাতী যুবক

অন্য যুবকের সঙ্গে ডেটে গিয়ে FB-তে ছবি দিয়েছিলেন প্রেমিকা, অবসাদে আত্মঘাতী যুবক

প্রতীকি ছবি

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ির লোকেরা সবাই সুজলের মামাবাড়ি গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন সুজল। সন্ধ্যায় এক প্রতিবেশী তাঁকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এর পর খবর দেওয়া হয় পুলিশে।

প্রেমে প্রত্যাখ্যাত হয়ে ভিডিয়ো কল করে আত্মঘাতী হলেন এক যুবক। নদিয়ার শান্তিপুরের বাসিন্দা সুজল সাহা (২৩)-এর পরিবারের অভিযোগের তির স্থানীয় এক তরুণীর দিকে। তদন্তে নেমে যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

পরিবারের তরফে জানানো হয়েছে, স্থানীয় এক যুবতীর সঙ্গে প্রণয়ের সম্পর্ক ছিল সুজলের। সম্প্রতি সম্পর্কে অবনতি হয়েছিল। তরুণী সম্পর্ক রাখতে চান না বলে জানিয়েছিলেন। এর পর থেকেই অবসাদে ভুগতে শুরু করেন সুজল। সম্প্রতি এক যুবকের সঙ্গে বেড়াতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় ছবি প্রকাশ করেন তরুণী। এর পর সুজলের অবসাদ আরও গভীর হয়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, বৃহস্পতিবার বাড়ির লোকেরা সবাই সুজলের মামাবাড়ি গিয়েছিল। বাড়িতে একাই ছিলেন সুজল। সন্ধ্যায় এক প্রতিবেশী তাঁকে ডাকতে গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান এর পর খবর দেওয়া হয় পুলিশে। সমনে দাঁড় করানো রয়েছে তাঁর মোবাইল ফোনটি। পুলিশকর্মীরা এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, সুজল যে অবসাদে রয়েছেন তা তারা জানতেন। কিন্তু সেজন্য যে সে আত্মঘাতী হতে পারে সেটা অনুমান করতে পারেননি কেউ। পরিবারের অভিযোগের ভিত্তিতে নিহত যুবকের মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করেছে পুলিশ।

 

বন্ধ করুন