বিধায়ক সুমন কাঞ্জিলালের দলত্যাগে প্রতিবাদে তাঁক কুশপুতুল পোড়ালেন দলীয় কর্মীরা। সোমবার বিকেলে আলিপুরদুয়ারে ‘গদ্দার’ লিখে মিছিল করেন দলের সমর্থকরা। সঙ্গে ছিল বিধায়কের ছবির ওপর লাল চিকে চিহ্ন দেওয়া প্ল্যাকার্ড।
রবিবার সন্ধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তৃণমূলে যোগদান করেন আলিপুরদুয়ারের বিধায়ক। এর পর তিনি দাবি করেন, জনপ্রতিনিধি হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিনি। যদিও সেই তত্ত্ব মানতে নারাজ আলিপুরদুয়ারের বিজেপি কর্মীরা। সোমবার বিকেলে শহরে বিশাল মিছিল করেন তাঁরা।
মিছিলের সামনে ছিল কালো অক্ষরে বড় বড় করে ‘গদ্দার’ লেখা ব্যানার। মিছিল থেকে সুমন কাঞ্জিলালের বিরুদ্ধে স্লোগান ওঠে। এর পর বিধায়কের কুশপুতুল দাহ করেন তাঁরা।
বিধায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে এক দলীয় কর্মী বলেন, ‘আমাদের আবেগ ব্যবহার করে সুমন কাঞ্জিলাল বিধায়ক হয়েছেন। উনি বিধায়ক পদ ছেড়ে গেলে কিছু বলার ছিল না। কিন্তু যে ভাবে উনি দলবদল করেছেন তাতে ওকে গদ্দার বললেও কম বলা হয়।’ তাঁর দাবি, বিজেপিতে থেকে করে খেতে পারছিলেন না সুমন। তাই তৃণমূলে নাম লিখিয়েছেন তিনি। আগামী নির্বাচনে এর জবাব দেবে জনতা।