বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ‘‌এখন কেমন লাগছে দেখ’‌, ভরা ক্লাসরুমে ছাত্রীর ওড়না খুলে নিয়ে হেনস্থা শিক্ষকের

‘‌এখন কেমন লাগছে দেখ’‌, ভরা ক্লাসরুমে ছাত্রীর ওড়না খুলে নিয়ে হেনস্থা শিক্ষকের

শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে। (ছবিটি প্রতীকী, সৌজন্য হিন্দুস্তান টাইমস)

এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে।

ভরা ক্লাসরুমে এক ছাত্রীর ওড়না খুলে নেওয়ার অভিযোগ উঠল শিক্ষকের বিরুদ্ধে। সবাই তখন ক্লাসে দাঁড়িয়ে তটস্থ হয়ে আছে। তখনই জোর করে ছাত্রীর ওড়না খুলে নেয় ওই শিক্ষক বলে অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর শ্লীলতাহানির ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুরের কুঁকড়াহাটি হাইস্কুলে। ঘটনার কথা ছাত্রী বাড়ি গিয়ে জানাতে সেখানে জনরোষ তৈরি হয়েছে।

স্থানীয় সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই ওই ছাত্রীকে নানাভাবে কুপ্রস্তাব দিচ্ছিল শিক্ষক সন্দীপ পড়িয়াল বলে অভিযোগ। কিন্তু ছাত্রীটি সেই প্রস্তাবে রাজি না হওয়ায় সবার সামনে এভাবে হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। তারপর ওড়না খুলে নিয়ে অশ্লীল অঙ্গভঙ্গিও করেছে ওই শিক্ষক বলে পুলিশের কাছে বয়ান দিয়েছে ছাত্রীটি। এই নিয়ে এখন সেই স্কুলের সামনে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে।

 

কুঁকড়াহাটি হাইস্কুল সূত্রে খবর, অভিযুক্ত স্কুলশিক্ষকের নাম সন্দীপ পড়িয়াল। অভিযোগ, ওই শিক্ষক সন্দীপ পড়িয়াল ওড়না পরা নিয়ে অষ্টম শ্রেণির এক ছাত্রীকে হেনস্থা করেন। এমনকী ওই ছাত্রীর ওড়না নিজে হাতে খুলে নেন তিনি। ক্লাসের সমস্ত ছাত্রীদের সামনেই এই ঘটনা ঘটেছে। জোর করে ওই ছাত্রীর ওড়না খুলে নিয়ে অন্যান্য ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন, ‘‌ওড়না পরা অবস্থায় কেমন লাগছিল? এখন কেমন লাগছে দেখ!‌’‌

হেনস্থা হওয়া ছাত্রী চোখের জল ফেলে সেখান থেকে চলে যায়। তারপর বাড়ি ফিরে গোটা ঘটনা খুলে বলে তাঁর বাবা–মাকে। এই হেনস্থার কথা খুলে বলতেই পরিবারের সদস্যরা এবং গ্রামবাসীরা স্কুলে এসে বিক্ষোভ দেখাতে শুরু করেন। বিপুল পরিমাণ জনগণ গোটা স্কুলকে ঘিরে ফেলেন। ব্যাপক উত্তেজনা তৈরি হওয়ায় ঘটনাস্থলে পৌঁছেছে সুতাহাটা থানার পুলিশ। অভিযুক্ত শিক্ষক স্কুলের ভিতর থেকে মাইকে সবার কাছে ক্ষমা চাইলেও জনরোষ শান্ত করা যাচ্ছে না।

বন্ধ করুন