বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > তমলুকে মুখোমুখি তৃণমূল ও বিজেপির মিছিল, ছড়াল উত্তেজনা

তমলুকে মুখোমুখি তৃণমূল ও বিজেপির মিছিল, ছড়াল উত্তেজনা

শুভেন্দু অধিকারী। ফাইল ছবি

শুভেন্দুবাবু জানান, বিরোধী ২টি দল মুখোমুখি হলে সামান্য উত্তেজনা ছড়াবেই। তবে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি।

ভারত ছাড়ো আন্দোলনের সূচনা দিবস উজ্জাপনেও এড়ানো গেল না তৃণমূল – বিজেপি দ্বৈরথ। পূর্ব মেদিনীপুরের তমলুকে দু’দ মুখোমুখি এসে পড়লে চরম উত্তেজনা ছড়ায়। স্লোগান পালটা স্লোগানে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ করে ‘গদ্দার হাঠাও’ স্লোগান তোলে তৃণমূল।

এদিন দুপুরে তমলুকের বেনিয়াপুকুরে মাতঙ্গিনী হাজরার মূর্তিতে মাল্যদান করতে যান রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র। কিছুক্ষণের মধ্যেই বিজেপি কর্মীদের নিয়ে মিছিল করে সেখানে পৌঁছন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কিছুক্ষণের মধ্যেই তৃণমূল ও বিজেপির মিছিল মুখোমুখি এসে পড়ে।

বিজেপির মিছিল থেকে ‘ভারত মাতা কি জয়’ স্লোগান ওঠে। পালটা ‘গদ্দার হঠাও’ স্লোগান দিতে থাকেন তৃণমূলিরা। মুহূর্তে উত্তেজনা ছড়ায়। তবে নেতৃত্বের তৎপরতায় সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়নি। তৎপর হন পুলিশ আধিকারিকরাও। পরে দুদলই নির্বিঘ্নে মাল্যদান করে।

শুভেন্দুবাবু জানান, বিরোধী ২টি দল মুখোমুখি হলে সামান্য উত্তেজনা ছড়াবেই। তবে অপ্রীতিকর কোনও পরিস্থিতি তৈরি হয়নি।

বলে রাখি, গত ডিসেম্বরে শুভেন্দু অধিকারী তৃণমূল ছাড়ার পর থেকেই তাঁকে গদ্দার বলে আক্রমণ শুরু করে তৃণমূল। বিজেপির পালটা প্রশ্ন, কংগ্রেসত্যাগী মমতা বন্দ্যোপাধ্যায়কে তাহলে কী বলা উচিত?

 

বন্ধ করুন