বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Habibul Sekh: ঘরে ফিরল গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুলের কফিনবন্দি দেহ

Habibul Sekh: ঘরে ফিরল গুজরাটে সেতু বিপর্যয়ে মৃত পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুলের কফিনবন্দি দেহ

হাবিবুলের কফিনবন্দি দেহ বাড়িতে পৌঁছানোর পর পরিবারের সদস্যরা। নিজস্ব ছবি।

পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর মহাদেবপুরের বাসিন্দা হাবিবুল সেখ। সংসারে অভাবের কারণে মাত্র ১০ মাস আগে গুজরাটে সোনার দোকানে কাজ করতে গিয়েছিল হাবিবুল। কাজের ফাঁকে প্রতি রবিবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে ঘুরতে যেত। দুর্ঘটনার দিনও মৌরবিতে ঘুরতে গিয়েছিল।

অবশেষে ঘরে ফিরল গুজরাটে মৌরবি সেতু দুর্ঘটনায় মৃত পূর্বস্থলীর বাসিন্দা হাবিবুল সেখের কফিনবন্দি নিথর দেহ। সোমবার গভীর রাতে তার দেহ পৌঁছয় পরিবারের সদস্যদের কাছে। হাবিবুলের কফিনবন্দি দেহ ঘরে পৌঁছাতেই কান্নায় ভেঙে পড়েন তার পরিবারের সদস্যরা। রাতেই তাকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে যান মন্ত্রী স্বপন দেবনাথ, এলাকার বিধায়ক তপন বন্দ্যোপাধ্যায় সহ অন্যান্য আধিকারিকরা।

পূর্ব বর্ধমানের কালনার পূর্বস্থলীর মহাদেবপুরের বাসিন্দা হাবিবুল সেখ। সংসারে অভাবের কারণে মাত্র ১০ মাস আগে গুজরাটে সোনার দোকানে কাজ করতে গিয়েছিল হাবিবুল। কাজের ফাঁকে প্রতি রবিবার বন্ধুদের সঙ্গে ছুটি কাটাতে ঘুরতে যেত। দুর্ঘটনার দিনও মৌরবিতে ঘুরতে গিয়েছিল। আর তারপরেই ভেঙে পড়েছিল শতাব্দী প্রাচীন সেই ঝুলন্ত সেতু। তাতে শতাধিক মানুষের মৃত‍্যু হয়। সেই তালিকায় রয়েছে মহাদেবপুরের হাবিবুল।বাড়িতে সেই খবর পৌঁছনো পরেই শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। তার মৃত্যুর খবর পেয়ে পরিবারের সঙ্গে দেখা করেছিলেন বিধায়ক তপন বন্দ্যোপাধ্যায়। তিনি পরিবারের সদস্যদের সমস্ত রকমভাবে সাহায্য করার আশ্বাস দিয়েছিলেন। এরপর গভীর রাতে হাবিবুলের দেহ পৌঁছতেই বিধায়ক আবারও তার বাড়িতে যান শেষ শ্রদ্ধা জানানোর জন‍্য।

মঙ্গলবার ভোরে পরিবারকে সমবেদনা জানান তৃণমূলের জেলা সভাপতি রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়। সঙ্গে ছিলেন তৃণমূলের পূর্ব বর্ধমান জেলার যুব সভাপতি রাস বিহারী হালদার হাবিবুলের বাড়িতে যান। এদিন রাসবিহারী বাবু বিজেপিকে নিশানা করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের উন্নয়ন নিয়ে অনেক বড় বড় কথা বলেন। সেসব কিছুই ফানুস তা প্রমাণিত হল। এতগুলি মানুষের মৃত্যুর দায়ভার গুজরাত সরকারকে নিতে হবে।

বন্ধ করুন