বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > TMCP: টিএমসিপির ভার্চুয়াল মিটিংয়ে কে আবার চোর চোর বলে ডেকেছে! ঘরে বাইরে অস্বস্তি…

TMCP: টিএমসিপির ভার্চুয়াল মিটিংয়ে কে আবার চোর চোর বলে ডেকেছে! ঘরে বাইরে অস্বস্তি…

অনুব্রত মণ্ডল এবং পার্থ চট্টোপাধ্যায় দুজনেই বর্তমানে জেলবন্দি। ফাইল ছবি

একথা জানাজানি হতেই প্রকাশ্যেই হাসির রোল পড়ে গিয়েছে। বিরোধীরা এনিয়ে তীব্র কটাক্ষ করছেন। তাঁদের দাবি ওদের দলের কী অবস্থা সেটা এবার বোঝা যাচ্ছে।

চুরি নিয়ে একেবারে ঘরে বাইরে চরম অস্বস্তিতে তৃণমূল। কিন্তু তা বলে একেবারে সংগঠনের ভার্চুয়াল বৈঠকে চোর চোর স্লোগান! এতটা বোধ হয় আশা করেননি তৃণমূল নেতারা নিজেও। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুরে তৃণমূল ছাত্র পরিষদের ভার্চুয়াল বৈঠক হচ্ছিল। সেখানে সংগঠনের লোকজনই ছিলেন। আচমকাই ভেসে এল সেই গায়ে ফোস্কা ফেলে দেওয়া স্লোগান, চোর চোর! প্রথমটা বুঝতে পারেননি টিএমসিপি নেতারা। তারপর আবার চোর চোর ডাক।

কিন্তু সবটাই হল ভার্চুয়াল মাধ্যমে। হাতের সামনে নেই যে মারপিট লেগে যাবে। তবে সেই ভার্চুয়াল ক্লিপ ইতিমধ্যেই ভাইরাল হয়ে গিয়েছে। দলীয় নেতৃত্ব দ্রুত এব্যাপারে হস্তক্ষেপ করেছিলেন। কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।

দলীয় নেতৃত্বের দাবি, ফেক অ্যাকাউন্ট ব্যবহার করে এসব করা হয়েছে। কারা করেছে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে। টিএমসিপির জেলা নেতৃত্বের দাবি পুলিশকে গোটা বিষয়টি জানানো হয়েছে। কারা এর পেছনে রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। ফেক প্রোফাইল থেকে কেউ কুরুচিকর মন্তব্য করা হয়েছে।

টিএমসিপি নেতৃত্বের দাবি, বিভিন্ন কলেজে সংগঠনের নেতাদের মধ্যে এই লিঙ্ক দেওয়া হয়েছিল। মনে হচ্ছে সেখান থেকে এই লিঙ্ক কেউ পেয়ে গিয়ে মিটিংয়ে ঢুকে পড়েছিল। তবে তাদের চিহ্নিত করার চেষ্টা করা হচ্ছে।

এদিকে একথা জানাজানি হতেই প্রকাশ্যেই হাসির রোল পড়ে গিয়েছে। বিরোধীরা এনিয়ে তীব্র কটাক্ষ করছেন। তাঁদের দাবি ওদের দলের কী অবস্থা সেটা এবার বোঝা যাচ্ছে।

এদিকে শনিবারই বিগতদিনের মমতা বন্দ্যোপাধ্য়ায়ের ছায়াসঙ্গী সোনালি গুহ জানিয়েছেন, জীবনে কোনওদিন তৃণমূলে ফিরব না। ওখানে গেলেই তো বলবে চোর। আমি চুরি না করেও চোর চোর কেন শুনব?

তবে বিভিন্ন ক্ষেত্রেই তৃণমূলের নেতা নেত্রীদের এখন চোর বলে কটাক্ষ করা হচ্ছে। একের পর এক নিয়োগ দুর্নীতিতে জেল খাটছেন একাধিক বিধায়ক। গরু পাচার মামলায় তিহাড় জেলে খোদ অনুব্রত মণ্ডল। স্বাভাবিকভাবেই মহা আতান্তরে পড়েছে দল। এতদিন বাইরে শুনতে হত চোর চোর স্লোগান। এবার একেবারে ঘরের মধ্যে চোর চোর স্লোগান। পাহাড় প্রমাণ অস্বস্তিতে তৃণমূলের ছাত্র সংগঠন।

 

বন্ধ করুন