বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Trains cancelled in Howrah division: হাওড়া লাইনে আজ বাতিল ৩৩ এক্সপ্রেস ও লোকাল ট্রেন, কয়েকটি চলবে না পুরো পথ- তালিকা

Trains cancelled in Howrah division: হাওড়া লাইনে আজ বাতিল ৩৩ এক্সপ্রেস ও লোকাল ট্রেন, কয়েকটি চলবে না পুরো পথ- তালিকা

আজ হাওড়া ডিভিশনের একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে ফেসবুক Southern Railway)

Trains cancelled in Howrah division: দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, আজ হাওড়া ডিভিশনের একাধিক ট্রেন বাতিল থাকছে। কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। কয়েকটি ট্রেনের সময়সূচিও পরিবর্তন করা হয়েছে।

আজ (বুধবার) হাওড়া ডিভিশনে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়েছে। এখনও পর্যন্ত ৩৩টি এক্সপ্রেস ট্রেন, লোকাল ট্রেন এবং মেমু ট্রেন বাতিল করেছে দক্ষিণ-পূর্ব রেল। সেইসঙ্গে একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ওই ট্রেনগুলি খড়্গপুর পর্যন্ত আসবে এবং খড়্গপুর থেকে ছাড়বে। হাওড়া বা শালিমারে আসবে না। সেইসঙ্গে ডাউন ট্রেন দেরিতে আসায় ১২৭০৩ হাওড়া-সেকেন্দ্রবাদ ফলকনুমা এক্সপ্রেস, ২২৯০৬ শালিমার-ওখা এক্সপ্রেস, ১৫০২১ শালিমার-গোরখপুর এক্সপ্রেস, ১২৮১০ হাওড়া-ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস (মুম্বই) মেল, ১২১৩০ হাওড়া-পুণে আজাদ হিন্দু এক্সপ্রেসের মতো ট্রেনের সময়সূচি পরিবর্তন করা হয়েছে। নির্দিষ্ট সময়ের পরে সেই ট্রেনগুলি ছাড়বে।

আরও পড়ুন: Vande Bharat Metro in WB: বন্দে ভারত মেট্রো আসছে লালগোলা, আসানসোল, আজিমগঞ্জ, মালদা রুটে? মুখ খুলল রেল

বুধবার কোন কোন দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে?

১) ১২৮৮৩ সাঁতরাগাছি-পুরুলিয়া রূপসী বাংলা এক্সপ্রেস।

২) ১২৮৮৪ পুরুলিয়া-সাঁতরাগাছি রূপসী বাংলা এক্সপ্রেস।

৩) ১২৮৭১ হাওড়া-টিটিলাগড় ইস্পাত এক্সপ্রেস।

৪) ২২৮৬২ কাঁটাবাঞ্জী-হাওড়া ইস্পাত এক্সপ্রেস।

৫) ১২৮২১ শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস।

৬) ১২৮২২ পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস।

৭) ১২৮১৩ হাওড়া-টাটানগর স্টিল এক্সপ্রেস।

৮) ১২৮১৪ টাটানগর-হাওড়া স্টিল এক্সপ্রেস।

৯) ১২৮২৮ পুরুলিয়া-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেস।

১০) ১২৮২৭ হাওড়া-পুরুলিয়া সুপারফাস্ট এক্সপ্রেস।

১১) ২২৮৯১ হাওড়া-রাঁচি ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)।

১২) ২২৮৯২ রাঁচি-হাওড়া ইন্টারসিটি সুপারফাস্ট এক্সপ্রেস (ভায়া টাটানগর)।

আরও পড়ুন: Train Timetable history: যেন দেশলাইয়ের বাক্স! ১৯৩১ বা ১৯৮৩ সালে কেমন দেখতে ছিল ট্রেনের টাইমটেবিল? রইল ছবি

বুধবার কোন কোন লোকাল ট্রেন বাতিল করা হয়েছে?

১) ৩৮৭০৩ হাওড়া-খড়্গপুর লোকাল। 

২) ৩৮৮০৫ হাওড়া-মেদিনীপুর লোকাল। 

৩) ৩৮৮১৫ হাওড়া-মেদিনীপুর লোকাল। 

৪) ৩৮৫০১ হাওড়া-বালিচক লোকাল। 

৫) ৩৮৭১৭ হাওড়া-খড়্গপুর লোকাল। 

৬) ৩৮৮০৯ হাওড়া-মেদিনীপুর লোকাল। 

৭) ৩৮৭০৪ খড়্গপুর-হাওড়া লোকাল। 

৮) ৩৮৭১৪ খড়্গপুর-হাওড়া লোকাল। 

৯) ৩৮৫০২ বালিচক-হাওড়া লোকাল। 

১০) ৩৮৭০৮ খড়্গপুর-হাওড়া লোকাল। 

১১) ৩৮৮১২ মেদিনীপুর-হাওড়া লোকাল।

বুধবার কোন কোন ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে?

১) ১৮০০৪ আদ্রা-হাওড়া রানি শিরোমণি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত আসবে। 

২) ১৮০০৩ হাওড়া-আদ্রা রানি শিরোমণি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত যাত্রা শুরু করবে। 

৩) ১৮০৪৩ হাওড়া-ভদ্রক বাঘাযতীন এক্সপ্রেস: খড়্গপুর থেকে যাত্রা শুরু হবে। 

৪) ১৮০৪৪ ভদ্রক-হাওড়া বাঘাযতীন এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত আসবে। 

৫) ১৮০০৮ ভঞ্জপুর-শালিমার সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস: খড়্গপুর পর্যন্ত চলবে। 

৬) ১৮০০৭ শালিমার-ভঞ্জপুর সিমলিপাল ইন্টারসিটি এক্সপ্রেস: খড়্গপুর থেকে ছাড়বে। 

৭) ০৮০৬২ জলেশ্বর-হাওড়া মেমু স্পেশাল: খড়্গপুর পর্যন্ত আসবে। 

৮) ১৮০৩৩ হাওড়া-ঘাটশিলা মেমু এক্সপ্রেস: খড়্গপুর থেকে যাত্রা শুরু করবে।

বন্ধ করুন