বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > ৬০ জনের থেকে আবাস যোজনার ২০,০০০ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

৬০ জনের থেকে আবাস যোজনার ২০,০০০ টাকা কাটমানি নেওয়ার অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে

অভিযুক্ত তৃণমূল নেতা অমল সাহা।

গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তিন কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেলেও প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা ব্যাংকের সামনে থেকেই নিয়ে নেয়া হয়েছে তাদের কাছ থেকে।

প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে ৬০টি পরিবারের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের স্থানীয় বুথ সভাপতির বিরুদ্ধে। অভিযোগ প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা করে কাটমানি নিয়েছেন কোচবিহার জেলার তুফানগঞ্জ বিধানসভার ভানুকুমারী ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের ধলডাবরি এলাকার তৃণমূলের বুথ সভাপতি অমল সাহা।

গ্রামবাসীদের অভিযোগ, আবাস যোজনার ঘর পাইয়ে দেওয়ার নাম করে তিন কিস্তিতে এক লক্ষ কুড়ি হাজার টাকা পেলেও প্রথম কিস্তির কুড়ি হাজার টাকা ব্যাংকের সামনে থেকেই নিয়ে নেয়া হয়েছে তাদের কাছ থেকে। কুড়ি হাজার টাকা করে কাটমানি নেওয়ায় ঐ ৬০ টি বাড়ি এখনো পর্যন্ত অসম্পূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। বাধ্য হয়ে তারা ভাঙা ঘরে বসবাস করছে পরিবারগুলি। যার জেরে ক্ষোভ ছড়িয়েছে গ্রামে।

পরিবারগুলির আরও অভিযোগ, বাড়ির নির্মাণকাজ ঠিকমতো হচ্ছে কি না তা দেখতে প্রশাসনের তরফে কেউ আসেননি। ওদিকে টাকা না থাকায় বাড়ির কাজ শেষ করতে পারছেন না তাঁরা। এব্যাপারে প্রশাসনে অভিযোগ জানানোর ব্যাপারে চিন্তাভাবনা করছে গ্রামের মানুষ।

বলে রাখি, গত লোকসভা নির্বাচনের পর কাটমানি নিয়ে উত্তাল হয়েছিল রাজ্য। তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে দলের নেতাদের কাটমানি ফেরত দিতে বলেছিলেন। এর পর গণবিক্ষোভের জেরে বাড়িতে থাকা মুশকিল হয়ে গিয়েছিল বহু তৃণমূল নেতার। বিধানসভা নির্বাচনে বিপুল ভোটে জেতার পর পুরনো অসুখ কি ধীরে ধীরে ফের গ্রাস করছে তৃণমূলকে?

 

বন্ধ করুন