বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > Kunal Ghosh: এবার লটারির টিকিট কাটলেন কুণাল ঘোষ, কেন এমন সিদ্ধান্ত তৃণমূল নেতার?

Kunal Ghosh: এবার লটারির টিকিট কাটলেন কুণাল ঘোষ, কেন এমন সিদ্ধান্ত তৃণমূল নেতার?

কুণাল ঘোষ কাটলেন লটারির টিকিট।

সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এক কোটি টাকার প্রথম পুরষ্কার জেতার নথি রয়েছে। তাঁর মেয়ে সুকন্যাও লটারি জিতেছেন। আর এনামুল হকের নাম লটারি কাণ্ডে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অফিসাররা। লটারিকাণ্ডে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।

এখন রাজ্য–রাজনীতিতে জোর শোরগোল ফেলে দিয়েছে লটারি–কাণ্ড। তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে লটারি সংস্থার যোগসাজশের অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কয়েকদিন আগে তৃণমূল কংগ্রেসের বিধায়কের স্ত্রী লটারি জিতেছিলেন। আর তা নিয়ে প্রশ্ন তোলেন শুভেন্দু অধিকারী। এমনকী গরু পাচার কাণ্ডের সঙ্গে অনুব্রত মণ্ডলের লটারি প্রাপ্তির যোগ রয়েছে বলেও এখন চাউর হয়েছে। তদন্তে নেমেছে সিবিআই–ইডি। এই টালমাটাল পরিস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ কাটলেন লটারির টিকিট। এখন তিনি শুভেন্দুর খাসতালুকে ঘাঁটি গেড়েছেন। আজ, শুক্রবার সকালে প্রাতঃভ্রমণে বের হন তিনি। আর লটারির দোকানে গিয়ে টিকিট কেনেন। নিজেই সেই ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়।

বিষয়টি ঠিক কী ঘটেছে?‌ আজ, শুক্রবার ‘ডিয়ার লটারি’র টিকিট কেটেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। হলদিয়ায় এক ডিয়ার লটারির স্টলে গিয়ে নিজে টিকিট কাটেন তিনি। তখন থেকেই অনেকে বলতে শুরু করেছেন কুণাল বনেগা ক্রোড়পতি। এদিন সকালে তিনি তাঁর অস্থায়ী আবাস থেকে প্রাতঃভ্রমণে বের হন। প্রথমে চায়ের দোকানে আড্ডা দেন। তারপরে স্থানীয় একটি সেলুনে যান। আর পাশেই দেখেন লটারির দোকান। তখন তা দেখে এগিয়ে যান কুণাল ঘোষ।

ঠিক কী বলেছেন কুণাল ঘোষ?‌ এদিন এই লটারির টিকিট কাটার ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন কুণাল ঘোষ। আর সংবাদমাধ্যমে বলেন, ‘‌অনেকেই কেনেন, জেতেন। আমিও কিনলাম। জেতা–হারা পরের বিষয়। তবে ৩০ টাকার টিকিট কেটেছি।’‌ দোকানে গিয়ে কুণাল জিজ্ঞাসা করেন, ভাই কোন লটারির টিকিট আছে আপনার কাছে?‌ দোকানি ডিয়ার লটারির কথা বলতেই কুণাল ঘোষ ৫ টাকা দামের ৬টি টিকিট কেনেন। মোট ৩০ টাকা দিয়ে। আর সংবাদমাধ্যমে কুণাল জানান, লটারি নিয়ে এত শোরগোল শুনেই তিনি টিকিট কেটেছেন।

উল্লেখ্য, সিবিআইয়ের হাতে গ্রেফতার হওয়া বীরভূমের তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের বিরুদ্ধে এক কোটি টাকার প্রথম পুরষ্কার জেতার নথি রয়েছে। তাঁর মেয়ে সুকন্যাও লটারি জিতেছেন। আর এনামুল হকের নাম লটারি কাণ্ডে পেয়েছেন কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার অফিসাররা। লটারিকাণ্ডে তদন্তে নেমেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লটারি সংস্থার শীর্ষ কর্তাদের নয়াদিল্লিতে ইডির অফিসে তলব করা হয়েছে। ওই লটারি সংস্থার ডিরেক্টরকে গ্রেফতার করে কলকাতা পুলিশ।

বন্ধ করুন