বাংলা নিউজ > বাংলার মুখ > অন্যান্য জেলা > মালদা বন্যাত্রাণ দুর্নীতিতে থানায় আত্মসমর্পণ তৃণমূল নেতার

মালদা বন্যাত্রাণ দুর্নীতিতে থানায় আত্মসমর্পণ তৃণমূল নেতার

বন্যাত্রাণ দুর্নীতিতে অভিযুক্ত তৃণমূল নেতা আফসার হোসেন। নিজস্ব চিত্র

দীর্ঘদিন ফেরার থাকার পর বন্যাত্রাণ দুর্নীতি মামলায় থানায় আত্মসমর্পণ করলেন মালদার তৃণমূল নেতা আফসার হোসেন।

দীর্ঘদিন ফেরার থাকার পর বন্যাত্রাণ দুর্নীতি মামলায় থানায় আত্মসমর্পণ করলেন মালদার তৃণমূল নেতা আফসার হোসেন। এই মামলায় এখনো ফেরার ২ অভিযুক্ত। ২০১৭ সালে মালদার হরিশ্চন্দ্রপুরে বন্যাত্রাণে কেন্দ্রের পাঠানো ৭৬ লক্ষ টাকা তছরূপের অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে।

শুক্রবার গভীর রাতে হরিশ্চন্দ্রপুর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন আফসার হোসেন। এই মামলায় আগাম জামিন চেয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিনি ও অভিযুক্ত আরও ২ তৃণমূল নেতা। গত সপ্তাহে সেই আবেদন খারিজ করে ১ সপ্তাহের মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন বিচারপতি। এই মামলায় অন্য ২ অভিযুক্ত বরই গ্রাম পঞ্চায়েতের প্রধান সোনামণি সাহা ও হরিশ্চন্দ্রপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ রোশন আরা খাতুন।

আত্মসমর্পণের পর আফসার হোসেন সাংবাদিকদের বলেন, ‘আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে। আমি নির্দোষ। তদন্ত হলেই প্রমাণ হয়ে যাবে। এই ঘটনায় বড় বড় মাথা জড়িত।’ কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্যাত্রাণ দুর্নীতির তদন্ত করবে CAG. এই মামলায় আগেই কলকাতা হাইকোর্ট থেকে জামিন পেয়েছেন ২ অভিযুক্ত।

 

বন্ধ করুন